শিরোনাম :
ঢাকা খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিংয়ের নির্বাচন অনুষ্ঠিত
ডিসিনিউজ:
ঢাকা খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লি: এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিটের বি কে গুড কনফারেন্স হলে। নির্বাচনে সভাপতি জোনাস গমেজ, সহ-সভাপতি ফ্রান্সিস ডি. কস্তা, সেক্রেটারি খোকন মার্ক কস্তা, যুগ্ম-সম্পাদক সুরেন নিকোলাস রেগো ও কোষাধ্যক্ষ যোসেফ মিন্টু রোজারিও নির্বাচিত হয়েছেন।
অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য হেমন্ত আই কোড়াইয়ার সঞ্চালনায় ঢাকা খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর নির্বাচন কমিটির সভপাতি ও মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয় তেজগাঁও ঢাকার সহকারী পরিদর্শক জাকিয়া আক্তার, নির্বাচন কমিটির সদস্যদ্বয়- আলবার্ট আশিস বিশ্বাস ও এলিয়াস ডি’কস্তার উপস্থিতিতে নির্বাচনের ফলাফর ঘোষণা করা হয়।
নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, দি সেন্ট্রোল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও প্রমুখ।
অনুষ্ঠানে বাবু মাকুর্জ গমেজ বলেন, আমি আশা করবো ঢাকা খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লি: কিভাবে সদস্যদের বাসস্থান সমস্যা সমাধান করা যায় সেই বিষয়ে কাজ করবে। ঢাকা ক্রেডিটের স্টাফদের ব্যবস্থাপনা কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে, আশা করা যায় এই সমিতি এখন আগের চেয়ে ভালো অবস্থায় যাবে।
শেষে বক্তব্য রাখেন ঢাকা খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লি: এর নব নিযুক্ত সভাপতি জোনাস গমেজ ও সেক্রেটারি খোকন মার্ক কস্তা।
[wp1s id=”10529″]