ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট তেজতুরীবাজারে টি রোজারিও ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

তেজতুরীবাজারে টি রোজারিও ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
586

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের সামাজিক উন্নয়নের সাথে যোগ হতে যাচ্ছে তেজতুরীবাজার বহুমুখী প্রকল্পের বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর মাধ্যমে।
২৩ নভেম্বর ঢাকা ক্রেডিটের তেজতুরীবাজার প্রকল্পের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয় তেজতুরীবাজার প্রকল্পে থাকবে নার্সিং ইনস্টিটিউট, ঢাকা ক্রেডিটের মিডিয়া হাউজ, ছাত্র হোস্টেল, ঢাকা ক্রেডিটের ডাটা সেন্টার, সিকিউরিটি সেন্টারসহ অনেক কিছু।
দেশ সেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট ইতিমধ্যে আকর্ষণীয় ও চমক সৃষ্টিকারী অসংখ্য প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। এর সাথে যোগ হলো তেজতুরীবাজার বহুমুখী প্রকল্প।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজের সভাপতিত্বে বিশেষ অতিথিরা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি মার্কুজ বলেন, আজ ঢাকা ক্রেডিট বহুদিনের প্রতিক্ষিত তেজতুরীবাজার বহুমুখী প্রকল্পের যাত্রা শুরু করলো। ঢাকা ক্রেডিট একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব বিষয় নিয়ে সেবা দেওয়ার কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সামাজিক উন্নয়নেও ঢাকা ক্রেডিট উল্লেখজনক অবদান রেখে চলেছে।

[wp1s id=”10539″]
‘তেজতুরীবাজার বহুমুখী প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ঢাকা ক্রেডিট। আমাদের খ্রিষ্টান ছেলে-মেয়েরা এখানে নার্সিং ডিপ্লোমা করতে পারবে। ঢাকা ক্রেডিট ইতিমধ্যে ছাত্রী হোস্টেল করেছে। সেখানে দেশের বিভিন্ন স্থানের মেয়েরা নিরাপদে থেকে পড়াশোনা করছে। এবার এই তেজতুরীবাজারে ছাত্র হোস্টেল করা হবে। তাছাড়া, ঢাকা ক্রেডিটের ৪২ হাজার সদস্য, সাড়ে ৭ শ কোটি টাকার মূলধন, অসংখ্য প্রডাক্ট ও প্রকল্প রয়েছে, এই বিশাল প্রতিষ্ঠানের জন্য একটি তথ্যভান্ডার বা ডাটা স্টোরেজ প্রয়োজন, তাই এখানে একটি ডাটা সেন্টারও খোলা হবে’ যোগ করেন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
তিনি বলেন, ‘টিডি রোজারিও ঢাকা ক্রেডিটের ১৯৭৬-৭৭ মেয়াদে অষ্টম প্রেসিডেন্ট ছিলেন। তিনি সমবায় আন্দোলনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন, তার নামেই এই বহুমুখী প্রকল্পের ভবনটির নামকরণ করা হবে ‘টি রোজারিও ভবন’। ‘আমরা গবির্ত আমাদের পূর্ব পুরুষদের কীর্তিতে’ স্লোগানকে উপজীব্য করে ঢাকা ক্রেডিট প্রয়াত কর্মকর্তাদের শ্রদ্ধায় স্মরণ করে বিভিন্ন প্রকল্প ভবনের নামকরণ করছে। এতে ভবিষ্যৎ প্রজন্মও উৎসাহীত হয়ে সমাজকর্মে এগিয়ে আসবে।’
টিডি রোজারিও’র জ্যেষ্ঠ মেয়ে ডা. মার্লিন রেবেকা বলেন, ‘আমার বাবা থাড্ডিয়াস রোজারিও (টেডি) ছিলেন সমাজ ও মন্ডলীর জন্য নিবেদিতপ্রাণ। আজ আমি গর্বিত যে আপনারা আমার বাবাকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর নামে এই ভবনের নামকরণ করছেন। এতে তরুণ প্রজন্মও উৎসাহিত হয়ে সমাজকর্মে এগিয়ে আসবে। তরুণ প্রজন্ম যেন পূর্বপুরুষদের আদর্শ ধারণ করে সমাজের উন্নয়নে এগিয়ে আসে সেই কামনা করি।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার বলেন, ‘আমরা সব সময় মানুষের জন্য কাজ করি। হিন্দু-খ্রিষ্টান-মুসলমান আমরা সবাই মানুষ, আমাদের একসাথে কাজ করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। বাবু মার্কুজের বাবা খ্রিষ্টফার গমেজ একজন ভাল নেতা ছিলেন। তিনি বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাবুও তার মতো যোগ্য নেতা। তার নেতৃত্বে অনেককিছু করা সম্ভব। এখানে যে প্রকল্প হবে, তাঁর সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। যত ধরনের সহযোগিতা প্রয়োজন এই প্রকল্পে, তা আমি করবো।’
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই বাংলাদেশী। আমরা অসাম্প্রদায়িক আর এটাই আমাদের শক্তি। আমাদের সবাইকে হাতে হাত ধরে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ এখানে মানব কল্যাণে বর্তমান প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের নেতৃত্বে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হচ্ছে। পরবর্তী প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে তা সফলভাবে সম্পন্ন হবে সেই কামনা করি। আশা করি এই প্রকল্পের মাধ্যমে সকল মানুষ সেবা গ্রহণ করে একটি আসাম্প্রদায়িক উদাহরণ সৃষ্টি করবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও বিসিএস’র নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট জেমস্ প্রদীপ বিশ্বাস, ধন্যবাদ বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, তেজগাঁও হলি রোজারি চার্চে সহকারী পাল-পুরোহিত রিপন গমেজ, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ, উর্ধ্বতন কর্মী ও সদস্যরা।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতির স্বাগত বক্তব্যের পর ফাদার রিপন গমেজ ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রার্থনা পরিচালনা করেন। এরপর প্রেসিডেন্ট বাবু মার্কুজ ও অতিথিরা পর্দা টেনে প্রকল্প ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, ঢাকা ক্রেডিট অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রেখে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে যাচ্ছে। এরই ধারায় নতুন করে যোগ হলো তেজতুরীবাজারে বহুমুখী প্রকল্প। টি রোজারিও ভবনটি ৯তলা বিশিষ্ট একটি আধুনিক ভবন হিসেবে নির্মাণ করা হচ্ছে। এখানে নার্সিং ইনস্টিটিউট, ছাত্র হোস্টেল, মিডিয়া হাউজ, ডাটা সেন্টার, সিকিউরিটি সার্ভিসসহ নানাবিধ প্রকল্পের সন্নিবেশিত হবে। যার উপকারভোগী হবে ঢাকা ক্রেডিটের সদস্যসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ।

ছবি: শমিত ক্রুজ