শিরোনাম :
আগমনকাল প্রভু যিশুর জন্মের প্রতিক্ষার সময়: বিশপ জের্ভাস রোজারিও
আজ আগমনকালের প্রথম রোববার। আগমনকাল উপলক্ষে রাজশারীর বিশপ ও কাথলিক বিশপ সম্মিলনীর সহ-সভাপতি এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেছেন, ‘আগমনকাল প্রভু যিশুর জন্মের প্রতিক্ষার সময়। এই সময় যিশু আহ্বান করছেন আমরা যেন পাপের জন্য মন ফিরাই। এই সময় আমরা যেন যিশুকে গ্রহণ করার জন্য আত্মাকে প্রস্তুত করি। এই সময় আমাদের পাপ থেকে মন ফেরানোর জন্য যা যা করণীয় তা যেন করি। প্রার্থনা, জীবন-যাপন, আচার-ব্যবহারের মধ্য দিয়ে যেন আমরা পবিত্রতা অর্জনের চেষ্টা করি।’
তিনি আরো বলেন, আগমনকাল হলো প্রতিক্ষার সময়। মুক্তিদাতা প্রভু যিশুখ্রিষ্ট আমাদের মধ্যে আসবেন। সে জন্য আমরা যেন প্রতিক্ষা করি, পথ প্রস্তুত করি। এই আগমকাল হলো পথ প্রস্তুত করার সময়। এই সময় উঁচুনিচু পথ সমতল করবো, আঁকাবাঁকা পথ সোজা করবো যেন প্রভু যিশু আমাদের অন্তরে, পরিবারে, সমাজে আসতে পারেন।
তিনি বলেন, এই প্রতিক্ষার সময় চার সপ্তাহ চলবে। তারপর আমরা বড়দিন পালন করবো। আমাদের বড়দিন যেন সুন্দর হয়, ভাল হয় সেজন্য আমরা সকলে মিলে যিশুকে বরণ করার জন্য প্রস্তুত হবো। তাঁকে গ্রহণ করবো। এভাবে আমরা প্রভু যিশুকে অন্তরে পেয়ে খুব আনন্দিত হবো। এক সঙ্গে আমরা উৎসব উদযাপন করবো। আর এ জন্য আমরা আমাদের খ্রিষ্ট মন্ডলীতে বিশ্ব মন্ডলীর সাথে মিলিত হই। আমাদের স্থানীয় মন্ডলীতে মিলিত হই।
বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘বড়দিন উপলক্ষে আমি সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাদের সকলের বড়দিন যেন সুখের ও আনন্দের হয়- এ ভাবে আমাদের আশেপাশে যারা রয়েছেন, তাদের নিয়েও যেন আমরা আনন্দ করতে পারি। আমাদের সংস্কৃতির দিক দিয়েও আমরা কৃষ্টি-সংস্কৃতি অনুসারে বড়দিন উদযাপন করবো, আনন্দ করবো এবং অন্যদের সাথে এই বড়দিনের আনন্দ সহভাগিতা করবো। শুভ বড়দিন!’