শিরোনাম :
ঢাকা ক্রেডিটে সুইট ডিসেম্বর পালন
ডিসিনিউজ:
আজ ডিসেম্বরের প্রথম দিন। ডিসেম্বর বড়দিনের মাস। এবার ডিসেম্বরের ১ তারিখই আগমনকালের প্রথম রোববার শুরু হয়েছে। অনেক বছর পর ডিসেম্বরের ১ তারিখ রোববার হয়েছে। মূলত গির্জায় আগমনকাল গণনার সাথে রোববার সম্পৃক্ত। ডিসেম্বর মানেই আনন্দ। খ্রিষ্টীয়, রাষ্ট্রীয় সবদিক থেকেই একটি আনন্দের মাস।
সারা বিশ্বে ডিসেম্বর মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে খ্রিষ্টের জন্মোৎসবকে কেন্দ্র করে আনন্দটা একটু বেশিই হয়। যে কারণে সারা মাসটি উদ্যাপন করতে ডিসেম্বরের ১ তারিখ খ্রিষ্টবিশ্বাসীরা সুইট ডিসেম্বর হিসেবে পালন করেন। এটা যদিও মান্ডলিক কোনো পর্ব নয়, তবে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আগমন ধ্বনি অনুভব করার অনুষ্ঠান।
ডিসেম্বর আসলেই খ্রিষ্টের জন্মতিথির আনন্দ সকলের মধ্যে বিরাজ করে। সকলের মাঝে একটা সাজ সাজ উৎসবের ভাব। খ্রিষ্টান প্রতিষ্ঠানগুলো বড়দিনের আমেজে সাজতে শুরু করে।
ঢাকা ক্রেডিটও সেজে উঠেছে ডিসেম্বর মাসের আনন্দে। খ্রিষ্টের জন্মতিথির পার্বণকে ঘিরে ঢাকা ক্রেডিটে চলছে উৎসবের আমেজ। ১ ডিসেম্বর ক্রেডিটের কর্মীরা নিজেদের উদ্যোগে আয়োজন করে সুইট ডিসেম্বরের। উপলক্ষ্য একটাই, মহান প্রভুর জন্মদিনের প্রস্তুতি। নিজেদের মনকে শাণিত করতে ঢাকা ক্রেডিট কর্মীবাহিনী আয়োজন করে আনন্দের দিন সুই ডিসেম্বর। আনন্দের উৎসবে যোগ দেন ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও লিটন টি. রোজারিও, সিও সুদান গাইন, সিও জোনাস গমেজসহ ঢাকা ক্রেডিটের কর্মীরা।
সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত সুইট ডিসেম্বর উৎসবে অংশগ্রহণকারীরা নিজেদের ডিসেম্বরের এবং খ্রিষ্টের জন্মতিথির অনুভূতি প্রকাশ করেন। এসময় অতিথি এবং অংশগ্রহণকারীরা খ্রিষ্টের জন্মতিথির কেক কেটে আনন্দ প্রকাশ করেন। শেষে সকলের অংশগ্রহণে কীর্তন অনুষ্ঠিত হয়।