ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন

0
1567

ডিসিনিউজ:
আজ ঢাকা ক্রেডিটের স্বপ্নের প্রকল্প ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল ও কাথলিক বিশপ সম্মিলনীর ভাইস-প্রেসিডেন্ট বিশপ জের্ভাস রোজারিও।
প্রধান অতিথির বক্তব্যে বিশপ জের্ভাস বলেন, ‘ভালো বিল্ডিং, চিকিৎসক, নার্স দিয়ে উত্তম হাসপাতাল হয় না। ভালো হাসপাতাল হয় ডাক্তার, নার্সদের ‘হৃদয়’ দিয়ে। আরোগ্য শক্তি জাগানো হলো ভালো ডাক্তারের কাজ। আর সেটা হতে হবে ভালো আচরণ দিয়ে।’
তিনি বলেন, ‘ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের বিষয়ে আমি খুব আশান্বিত। আশা করি আন্তরিক সেবা দিয়ে এই হাসপাতাল উহাদরণ সৃষ্ট করবে। ডাক্তারদের উচিত হবে রোগীদের সাথে ভালো ব্যবহার করা। এই হাসপাতাল যদি ভালো সেবা না দেয়, তাহলে সুনামের চেয়ে দুর্নাম হবে।’
তিনি আরো বলেন, কাউন্সিলিং খুব প্রয়োজন। শারীরিক চিকিৎসার মতো মানসিক চিকিৎসাও দরকার। তাই হাসপাতালে যেন কাউন্সিলিং এর ব্যবস্থা থাকে। তিনি এই হাসপাতালের সফলতা কামনা করেন।
স্বাগত বক্তব্যে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘এ দেশে খ্রিষ্টানদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনেক ভূমিকা আছে। আমরা মনে করেছি, সমবায়ের মাধ্যমে স্বাস্থ্য খাতে কাজ করা উচিত। আমাদের নিজস্ব হাসপাতাল ও মেডিকেল কলেজ না থাকায় অনেক ছেলেমেয়ে এই পেশায় আসতে পারে না। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই এই প্রকল্পের মাধ্যমে তরুনদের সুযোগ করে দিতে, যারা ডাক্তার হতে চায় তারা যেন ডাক্তার হতে পারেন।’
সমিতির প্রেসিডেন্ট আরো বলেন, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের মধ্য দিয়ে দেশের সব মানুষকে আমরা সেবা দিবো। সেদিন আর দেরি নাই যেদিন মানুষ বিশ্বের আন্তর্জাতিকমানের বড় বড় হাসপাতালে না গিয়ে আমাদের ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালে সেবা নিতে আসবেন।

[wp1s id=”10769″]
হাসপাতালের সিইও মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জন গমেজ বলেন, ‘ঢাকা ক্রেডিটের উদ্যোগে এই হাসপাতাল হতে যাচ্ছে। ডিভাইন মার্সি হাসপাতাল খুব ভালো একটি হাসপাতাল হবে বলে অনেকে বলেছেন। ভারতের ফাদার মুলার হাসপাতালের আদলে হতে যাচ্ছে ডিভাইন মার্সি হসপাতাল। এখানে কোনো ট্রাফিকের শব্দ নাই। রয়েছে পাখির কোলাহল। সবুজ প্রাকৃতির মধ্যে গড়ে উঠতে যাচ্ছে ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জের মঠবাড়ীতে এই হসাপাতাল।’
‘আজকে খুব আনন্দের দিন। এর নির্মাণ কাজের সাথে জড়িত থেকে আমরা গর্বিত। আমরা অনেক গবেষণা ও পরামর্শ নিয়ে এই হাসপাতালের ডিজাইন করেছি। আমাদের কনসালটেন্ট ফার্মের পক্ষে নির্মাণ প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্সকে সর্বাত্মক সহযোগিতা করবো,’ বলেন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এসোসিয়েশন লি: এর ডিরেক্টর ইঞ্জিনিয়ার এম এ কাদের।
নির্মাণ প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আফতার উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই গুণগত মান বজায় রেখে খুব সুন্দর একটি হাসপাতাল আপনাদের উপহার দিবো। হাসপাতাল নির্মাণের মতো কাজে জড়িত হতে পেরে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লি. গর্ব বোধ করছে। আমি মনে করি, গাজীপুরের হতদরিদ্রসহ বাংলাদেশের সমস্ত লোক এই হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা পাবে। এই হাসপাতাল নির্মাণ কাজ শুধু নির্মাণ কাজ নয়, এটা আমাদের উপাসনা করার মতো।’

স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আফতার উদ্দিনকে সমিতির সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা অনুরোধ করেন, সেবার মনোভাব নিয়ে যেন এই হাসপাতাল নির্মাণ করা হয়।
হাসপাতাল কিমিটির সদস্য ও সমবায় অধিদপ্তরের তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় অফিসার তাসলিমা আক্তার ঢাকা ক্রেডিটের হাসপাতাল নির্মাণ কাজকে প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি মনে করি দেশের অনেক হাসপাতালের চেয়ে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সেবার মান ভালো হবে। এটি দেশের এক নম্বর হাসপাতাল হবে বলে আমি বিশ্বাস করি।’
চট্টগ্রাম কাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু সিএসসি বলেন, আশা করি ঢাকা ক্রেডিট হাসপাতাল প্রজেক্টে আর্থিক লাভের উদ্দেশ্যের চেয়ে সেবার দিকে বেশি মনোযোগ দিবে।
মেডিকেল কোরের কর্ণেল (অবসরপ্রাপ্ত) ডরথী হাওলাদার বলেন, এই হাসপাতাল প্রকল্প হবে জনকল্যাণকর। মানুষের স্বাস্থ্যরক্ষা ও স্বাস্থ্যসেবা করতে এখানে চিকিৎসা সেবা দেওয়া হবে। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি জটিল রোগেরও চিকিৎসা দেওয়া হবে।
‘ঢাকা ক্রেডিট একটি সমবায় প্রতিষ্ঠান। সমবায় একটি আন্দোলন। মানুষের জীবনের সমস্যা সমাধানে ঢাকা ক্রেডিট কাজ করে,’ বলেন ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও। তিনি আরো বলেন, দেশে স্বাস্থ্য নিরাপত্তা বড় একটি সমস্যা। সেই সমস্যা সমাধানে কাজ করছে ঢাকা ক্রেডিট। এই সমিতির প্রকল্প ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নিমাণ কাজ আজ শুরু হতে যাচ্ছে। যারা এই কাজের সাথে জড়িত, তাদের ধন্যবাদ জানাই।’
হাসপাতাল কমিটির সদস্য ও সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ সমস্ত নিয়ম অনুসরণ করে করা হচ্ছে। হাসপাতাল নির্মাণের জন্য যেসকল অনুমোদন নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের মূল লক্ষ্য টাকা উপার্জন নয়। মূল লক্ষ্য হলো সেবা। বাংলাদেশের সমবায় আন্দোলনের জন্য এতবড় হাসপাতাল আগে কেউ নির্মাণ করে নাই। ঢাকা ক্রেডিট সেটা করছে। আমি বর্তমান বোর্ডকে অভিনন্দন জানাই।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, হাসপাতাল কমিটির সদস্য ও সমিতির প্রাক্তন সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, কালীগঞ্জ উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলা রোজারিও, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের প্রেসিডেন্ট উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) খ্রীষ্টফার অধিকারী ও ভাইস-প্রেসিডেন্ট জেমস প্রদীপ বিশ্বাস, ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতি ও চার্চের প্রতিনিধিবৃন্দ।
হাসপাতাল নির্মাণ কাজে প্রার্থনা করেন ফাদার সৃজন, এসজে। নির্মাণ কাজের আশির্বাদ করেন বিশপ জের্ভাস রোজারিও।
প্রসঙ্গত, ‘ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল’ নাম নামকরণে সহযোগিতা করেছেন ঢাকা কাথলিক ধর্মপ্রদেশের আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি। ৩০০ শয্যাবিশিষ্ট সাত তলার এই হাসপাতালটি গাজীপুরের কালীগঞ্জের মঠবাড়িতে ৩০ বিঘা জমির ওপর নির্মিত হতে যাচ্ছে। এই হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সেবা ছাড়াও থাকবে ফুল বাগান, সব ধর্মের মানুষের জন্য উপাসনালয়, সবুজ বনানীতে পাখির কলতান।
আশা করা যাচ্ছে আড়াই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। জাতি-ধর্ম-বর্ণ সকলে এই হাসপাতালের সেবা গ্রহণের সুযোগ পাবেন। দেশের ইতিহাসে এটিই হবে প্রথম কোনো সমবায় প্রতিষ্ঠানের হাসপাতাল।
ঢাকা ক্রেডিটের হাসপাতাল নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমিতির উপদেষ্টা সামইমন গমেজ। তিনি ডিসিনিউজকে বলেন, ‘আমি খুবই চমৎকৃত হয়েছি ঢাকা ক্রেডিটের এই হাসপাতাল নির্মাণের উদ্যোগের কারণে। এর মাধ্যমে সব ধর্মের মানুষ উপকৃত হবে।’
পরিশেষে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করেন সমিতির ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।