ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নারী ক্ষমতায়নে নদ্দায় বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার এবং নারী হোস্টেলের উদ্বোধন

নারী ক্ষমতায়নে নদ্দায় বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার এবং নারী হোস্টেলের উদ্বোধন

0
1243

ডিসিনিউজ:
দীর্ঘদিনের পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নপূরণ হলো ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার। ঢাকার নদ্দা জোয়ার সাহারা এলাকায় সরকার বাড়ীতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার এবং নারী হোস্টেলের শুভ উদ্বোধন করেন।
৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ক্রেডিট কর্তৃক নদ্দা এলাকায় উক্ত প্রকল্প ভবনের নামকরণ করা হয় সুনীলা ভবন। সুনীলা স্কলাস্টিকা ঢাকা ক্রেডিটের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা ক্রেডিটের একমাত্র নারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রকল্পের মধ্যে ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টারটি উৎসর্গ করা হয়েছে ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর মায়া ডি’রোজারিও’র নামে। ঢাকা ক্রেডিট নারী হোস্টেলটি উৎসর্গ করা হয়েছে ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর হেলেন ডি’রোজারিওর নামে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘আজ এখানে আপনাদের জন্য বিউটি পার্লার, ট্রেনিং সেন্টার এবং ছাত্রী হোস্টেল উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা এখান থেকে সেবা গ্রহণ করবেন। ঢাকা ক্রেডিটের একমাত্র নারী সেক্রেটারি সুনীলা স্কলাস্টিকার নাম অনুসারে এই প্রকল্প ভবনের নামকরণ করা হয়েছে। এ ছাড়াও ঢাকা ক্রেডিটের দুইজন প্রাক্তন কর্মকর্তার নামে ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার এবং ঢাকা ক্রেডিট নারী হোস্টেল উৎসর্গ করা হয়েছে।’
‘ঢাকা শহরে অনেক খ্রিষ্টান নারী বিউশিয়ান রয়েছেন। বিশেষ করে ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুরের অসংখ্য মান্দি নারী এই পেশায় জড়িত। খ্রিষ্টান নারীসহ সকল ধর্মের নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারী ক্ষমতায়ন করাই আমাদের লক্ষ্য। এইসব এলাকায় খ্রিষ্টানদের বসবাস বাড়ছে, তাদের সকল চাহিদা পূরণের লক্ষে ঢাকা ক্রেডিট কাজ করে যাচ্ছে’ যোগ করেন প্রেসিডেন্ট মার্কুজ।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘ইতিমধ্যে প্রাক্তন কর্মকর্তাদের বিভিন্ন ভবন উৎসর্গ করা হয়েছে। আজ তিনজন আলোকিত নারীর নামে এই ভবন ও প্রকল্পগুলোর নামকরণ করা হয়েছে। ঢাকা ক্রেডিটের স্লোগান ‘কর্মসংস্থান আমাদের লক্ষ্য, আত্মকর্মসংস্থান আমাদের স্বপ্ন’ যা ক্রমে পূরণ হচ্ছে। আজ এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমাদের নারীরা এই প্রকল্পের মাধ্যমে লাভবান হবেন। এখানে বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার রয়েছে, সেই সাথে ছাত্র ও কর্মজীবী নারীদের জন্য হোস্টেল রয়েছে। সুতরাং নদ্দা এলাকার লোকজন নিশ্চয়ই লাভবান হবেন।’

[wp1s id=”10795″]
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা ডা. মায়া ডি’রোজারিও। তিনি বলেন, ‘আজ আমি অনেক আনন্দিত ও গর্বিত। ঢাকা ক্রেডিট আমাদের স্মরণ করতে যে উদ্যোগ নিয়ে আমার নামে বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার উৎসর্গ করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নারীরা সমাজের অনেকদূর এগিয়ে গেছে। তারা এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে ভূমিকা রেখে যাচ্ছে। ঢাকা ক্রেডিট নারীদের জন্য অনেক সুযোগ-সুবিধা করে দিচ্ছি। এর জন্য ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ জানাই।’
ঢাকা ক্রেডিটের আরেক প্রাক্তন কর্মকর্তা হেলেন রোজারিও বলেন, ‘আজ আমি অত্যন্ত গর্বিত। কৃতজ্ঞতা জানাই তারা এখনো আমাকে স্মরণে রেখেছে। সুনীলা দিদি নেই, আজ মায়া উপস্থিত রয়েছেন, আমরা একসাথে অনেক কাজ করেছি। আমাদের তিনজনকে এই সম্মান দেওয়ার জন্য সত্যিই আজ আমরা আনন্দিত। আমরা ঢাকা ক্রেডিটসহ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সাথেও জড়িত ছিলাম। ঢাকা ক্রেডিট অনেক কিছু করতে পারছে এবং পারবে, তাই ঢাকা ক্রেডিটের কাছে অনুরোধ জানাই ঢাকা ক্রেডিট যেন বৃদ্ধাদের একটি নিবাস প্রতিষ্ঠা করে।’
এ ছাড়াও আরো বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের আহ্বায়ক ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য পাপড়ী প্যাট্রিসিয়া আরেং, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা পিটার গমেজসহ আরো অনেকে। অনুষ্ঠানের ধন্যবাদ বক্তব্য রাখেন ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ।
তারা বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম একটি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টারের। আজ তা পূরণ হলো। আমাদের একটি চাওয়া ছিল, ঢাকা ক্রেডিটের যে নারী সদস্য বাহিরে কাজ করেন, তাঁদের জন্য কিছু একটা করার। আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো প্রকল্পে যেন তাঁদের কাজ করার সুযোগ করে দিতে পারি এবং আজ এই পার্লার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের স্বপ্নও পূরণ হয়েছে।’


‘যারা এই এলাকায় রয়েছেন, তাঁদের জন্য এই সুনীলা ভবন উপহার দেওয়া হয়েছে। আপনাদের দায়িত্ব এই প্রকল্পটির রক্ষণাবেক্ষণ করার। এর সুফলও আপনারা ভোগ করবেন। তাই আপনাদের এই প্রতিষ্ঠানকে আগলে রাখতে হবে’ বলেন বক্তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, সুনীলা স্কলাসস্টিকার ভাতিজি রোজ কস্তা, ভাটারা ডিভাইন মার্সি গির্জার পাল-পুরোহিত চঞ্চল ব্রাইন গমেজ, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ফিতা কেটে সুনীলা ভবন, পার্লার ও ট্রেনিং সেন্টার এবং ছাত্রী হোস্টেলের শুভ উদ্বোধন করেন অতিথি ও সদস্যরা। এ সময় তারা প্রকল্প ভবন ও প্রকল্পগুলোর নামফলক উন্মোচন করেন।
উল্লেখ্য, উক্ত প্রকল্পের সকল সুযোগ-সুবিধা খ্রিষ্টান বোনেরা ছাড়াও সকল ধর্মের নারীরা গ্রহণ করতে পারবেন। ছাত্রী হোস্টেলে কর্মজীবী নারীসহ ছাত্রীরাও অবস্থান করতে পারবেন। এ ছাড়াও ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষিত নারীরা প্রশিক্ষণ শেষে উক্ত প্রতিষ্ঠানে বা অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন। প্রশিক্ষণ ফি ১৫০০০ হাজার টাকা।

ভিডিও দেখতে ক্লিক করুন: ডিসি বিউটি পার্লার

ছবি: শমিত ক্রুজ