শিরোনাম :
আজ পবিত্র বাইবেল দিবস
আজ মাতা মন্ডলী পালন করছে বাইবেল দিবস। বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর ধর্মশিক্ষাদান ও বাইবেলীয় সেবাকাজ কমিশনের সভাপতি বিশপ জেমস রমেন বৈরাগী এক বাণীতে বলেন, ‘আমরা দীক্ষিত, তাই আমরা প্রেরিত।’
তিনি বাণীতে বলেন, ‘তোমরা জগতের সর্বত্রই যাও; বিশ^সৃষ্টির কাছে ঘোষণা কর মঙ্গলসমাচার’ (মার্ক ১৬:১৫)-এটি ছিল শিষ্যদের প্রতি যিশুর চূড়ান্ত নির্দেশ। প্রভু যিশুর এই নির্দেশ এখনও বলবৎ আছে; কারণ প্রজন্ম-প্রজন্মান্তরে বহু নর-নারী যিশুর শিষ্যত্ব গ্রহণ করেছে। আমরাই হচ্ছি বর্তমানের কাছে প্রেরিত যিশুর শিষ্য, তাঁর মুক্তিদায়ী অমূল্য শিক্ষার পতাকাবাহী; কারণ আমরা তাঁর হৃদয় থেকে উৎসারিত ভালবাসার রক্ত ও জলধারায় বিধৌত হয়ে দীক্ষিত। ‘বিশেষ প্রৈরিতিক মাস অক্টোবর ২০১৯’ পালনের আহ্বান ও নির্দেশনায় পুণ্যপিতা পোপ ফ্রান্সিস আমাদেরকে অত্যন্ত জোরালোভাবে স্মরণ করিয়ে দিয়েছেন যে, ‘আমরা দীক্ষিত; তাই আমরা প্রেরিত’। পরম বাণী মুক্তিদাতা যীশুর মুক্তিমন্ত্রে, তাঁর শিক্ষায় ও তাঁর জীবনে আমরা দীক্ষিত। আবার তাঁরই নামে পবিত্র আত্মার প্রেরণা ও শক্তিতে আমরা মুক্তিবাণী ঘোষণায় প্রেরিত।
বাণীতি খুলনা কাথলিক ধর্মপ্রদেশের বিশপ জেমস রমেন বৈরাগী আরো বলেন, ‘পোপ পঞ্চদশ বেনেডিক্ট ১৯১৯ খ্রিষ্টাব্দে তখনকার প্রেক্ষাপটে যুদ্ধবিধ্বস্ত বিশ^বাসী ও মন্ডলীর কাছে (গধীরসঁস ওষষঁফ) নামের সর্বজনীন প্রেরণা পত্রে যীশুর মুক্তিদায়ী বাণী ঘোষণার জরুরী প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। সেই সর্বজনীন প্রেরণা-পত্র প্রকাশের শত বার্ষিকী পালন উপলক্ষে পোপ ফ্রান্সিস আবার আমাদের স্মরণ করিয়ে দিলেন যে, আমাদের দীক্ষা¯œানই আমাদেরকে প্রেরণ করছে একটি বিশেষ দায়িত্ব দিয়ে- এই দায়িত্বের অন্যতম ও অপরিহার্য দিকটি হচ্ছে মঙ্গলবাণী ঘোষণার দায়িত্ব।’
তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা ‘বাইবেল দিবস ২০১৯’ উদযাপন করছি আগমনকালের দ্বিতীয় রবিবার, অর্থাৎ ৮ ডিসেম্বর। এ বছর বাইবেল দিবস-এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে: ‘তোমার বাণী আমার পদক্ষেপের প্রদীপ-শিখা’ (সাম ১১৯:১০৫)। মঙ্গলবাণী প্রচারের অন্যতম উপায় বা মাধ্যম হচ্ছে জীবনাচরণ ও জীবন সাক্ষ্যদান। আমি বাণীর আলোকে আলোকিত হ’লে, আমার জীবন-পথে ঈশ^রের বাণীর আলোতে পথ চললেই কেবল তেমন ক’রে পরম বাণীর বিষয়ে সাক্ষ্য দেওয়া সম্ভব। দীক্ষিত, খ্রিষ্টে দীক্ষিত মানুষের তেমন ক’রে জীবনের প্রতিটি পদক্ষেপে বাণীর আলোকবর্তিকা দেখার কথা, অভিজ্ঞতা করার কথা এবং সেই আলোর মিছিলে সামিল হয়ে আলো বহন ও বিতরণ করার কথা।’
তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রদেশের ধর্মপল্লী ও উপ-ধর্মপল্লী, গঠনগৃহ এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান আর শিক্ষাপ্রতিষ্ঠানে বাইবেল দিবস-২০১৯ এর পোষ্টার পাঠানো হয়েছে। আমাদের একান্ত প্রত্যাশা- দীক্ষা¯œাত ও প্রেরিত ব্যক্তি হিসেবে প্রত্যেকজন খ্রিষ্টভক্ত তাঁদের বাণীপ্রচারের সেবাদায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
‘পবিত্র বাইবেল সত্যিকারভাবেই আমাদের সবার পথের আলোকশিখা হয়ে উঠুক, আমাদের জীবনকে স্বর্গীয় আভায় উদ্ভাসিত করুক, এই আমার একান্ত প্রার্থনা।’ বাণীতে উল্লেখ করেন তিনি।