ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নারী ক্ষমতায়ন করবে ডিসি বিউটি পার্লার

নারী ক্ষমতায়ন করবে ডিসি বিউটি পার্লার

0
1394

ডিসিনিউজ:
‘আমাদের ঢাকা ক্রেডিট বিউটি পার্লার ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করায় আমি খুব খুশি হয়েছি। আমি এখান থেকে প্রশিক্ষণ নিবো। প্রশিক্ষণ নিয়ে আশা করি ভাল বিউটি পার্লারে চাকরি করবো।’ বলেন সুমি সাংমা। সুমির মতো প্রতিভা রাংসাও ঢাকা ক্রেডিট পরিচালিত ডিসি বিউটি পার্লারে কাজ শিখতে চান। গড়তে চান নিজের ক্যারিয়ার।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা শহরে প্রায় পাঁচ হাজার গারো নারী বিউটি পার্লারের কাজের সাথে জড়িত। এই পেশায় যারা কাজ শিখে আসেন, তাদের শুরুতে বেতন তুলনামূলক বেশি। তেমনটি জানাচ্ছিলেন ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার প্রকল্পের আহ্বায়ক ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য পাপড়ী প্যাট্রিসিয়া আরেং। তিনি ডিসিনিউজকে বলেন, ‘যারা কাজ না শিখে বিউটি পার্লারে কাজ করেন, তাদের বেতন অনেক কম হয়। কিন্তু সেই ব্যক্তি যদি ভালোভাবে কাজ শিখে ভালো কোনো বিউটি পার্লারে চাকরি করেন, তার বেতন ভালো হয়ে থাকে।’
তিনি আরো বলেন, ‘ডিসি বিউটি পার্লারে যারা কাজ শিখবেন, তাদের কর্মসংস্থান হবেই। তারা ভালো কোনো বিউটি পার্লারে চাকরি করতে পারবেন বা নিজেরাই বিউটি পার্লার প্রতিষ্ঠা করে স্বাবলম্বী হতে পারবেন। নারী ক্ষমতায়নের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’
তিনি জানান, ঢাকায় অনেক নারীরা পার্লারে কাজ শিখতে চান, কিন্তু ভালো প্রশিক্ষণকেন্দ্র না থাকায় তারা সেভাবে কাজ শিখতে পারছেন না। এ ছাড়া ডিসি বিউটি পার্লারে নারীরা সেবা নিতে পারবেন। এখানকার সেবাগুলো হচ্ছে পার্টি ও ব্রাইডাল মেকআপ, হেয়ার কাটিং ও স্টাইলিং, হেয়ার ট্রিটমেন্ট, কালার ও রিবন্ডিং, ফেসিয়াল, মেনিকিউর-পেডিকিউর, বডি ম্যাসাজ ও মেহেদী।
ঢাকায় গারোদের কল্যাণ ও অধিকার নিয়ে কাজ করে নকমান্দি। নক মান্দির কোÑঅডিনেটর প্রতাপ রেমা ডিসিনিউজকে বলেন, ‘আমি খুব খুশি যে ঢাকা ক্রেডিট নারীদের দক্ষ করার লক্ষ্যে বিউটি পার্লার প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এর ফলে গ্রাম থেকে আসা আমাদের অনেক গারো নারী প্রশিক্ষণ নিয়ে বিউটিশিয়ান হিসেবে ভালো চাকরি পাবে। নিজেদের পরিবার ও সমাজে অবদান রাখতে পারবে। ঢাকা ক্রেডিটকে এই উদ্যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই।’