ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট এটিএম সার্ভিস: ইতিহাস গড়ল ঢাকা ক্রেডিট

এটিএম সার্ভিস: ইতিহাস গড়ল ঢাকা ক্রেডিট

0
694

ডিসিনিউজ ।। ঢাকা

বাংলাদেশের সমবায়ের ইতিহাসে আরেকটি যুগান্তকারী মাত্রা যোগ করে ঢাকা ক্রেডিট শুরু করেছে এটিএম সার্ভিস।

সদস্যদের জীবনমানের উন্নয়ন ও সহজীকরণে ঢাকা ক্রেডিটের এই উদ্যোগ বাংলদেশের সমবায় আন্দলনের আরেক ধাপ এগিয়ে যাবার নিদর্শন। ঢাকা ক্রেডিট ইতোমধ্যে ডেবিট কার্ড কার্যক্রম শুরু করেছে এবং ক্রেডিট কার্ড প্রক্রিয়াধীন রয়েছে।

কারা বা কে এটিএম কার্ডধারী হবে

ঢাকা ক্রেডিটের প্রত্যেক সঞ্চয়ী ও এসটিডি হিসাবধারী এটিএম সার্ভিসের সুযোগ গ্রহণ করতে পারবেন। এমনকি সমিতি কর্তৃক প্রদত্ত ঋণের অর্থ সঞ্চয়ী হিসাবে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে ঋণগ্রহীতা ডেবিট কার্ড ব্যবহার করে নিজের সুবিধা মতো এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।

এটিএম কার্ডপ্রাপ্তির প্রক্রিয়া

সঞ্চয়ী ও এসটিডি হিসাবধারী ঢাকা ক্রেডিটের যেকোনো সেবাকেন্দ্র থেকে ডেবিট কার্ডের আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন। নির্ভুলভাবে পূরণকৃত আবেদনপত্রটি সদ্যতোলা এককপি স্ট্যাম্প/পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজের ব্যবহার্য মোবাইল নম্বর, ইমেইল এড্রেস (যদি থাকে) সংযুক্ত করে ঢাকা ক্রেডিটের যেকোনো সেবাকেন্দ্রে জমা দিতে হবে।

কার্ডটি প্রস্তুত হলে, ফরমে উল্লেখিত মোবাইল নম্বরে ৪ ডিজিটের পিন কোড সম্বলিত একটি ক্ষুদে বার্তা প্রেরিত হবে। বার্তা পাওয়ার তিন কর্মদিবস পর, যে সেবা কেন্দ্র হতে আবেদন করা হয়েছে সেখান থেকে ডেবিট কার্ডটি গ্রহণ করা যাবে। কার্ডের উপর নাম, ছবি এবং একটি কিউআর কোর্ড দেওয়া থাকবে।

কীভাবে কার্ডটি সচল হবে

ডেবিট কার্ডটি ব্যবহার করার জন্য আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নম্বর হতে কল সেন্টারের হটলাইন নম্বর ০১৭০৯৮১৫৪০০-এ ফোন দিতে হবে এবং কিছু প্রশ্নের উত্তর দিয়ে তথ্য নিশ্চিত হওয়ার পর কার্ডটি সচল হবে।

অতপঃর, ঢাকা ক্রেডিটের যেকোনো এটিএম মেশিন-এ কার্ডটির কিউআর কোড স্ক্যান করলে প্রথমেই কার্ডের পিন নম্বর পরিবর্তনের অনুরোধ আসবে। প্রথমে মোবাইলে আসা ৪ ডিজিটের পিন কোডটি দিতে হবে। এরপর পছন্দ মতো পিন কোড ব্যবহার করার জন্য ৪ ডিজিটের নতুন পিন নির্ধারন করে এবং পুনরায় একই ডিজিট দিয়ে নতুন পিন কোডটি নিশ্চিৎ করতে হবে। উক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে ডেবিট কার্ডটি সচল হবে এবং কার্ডের কিউআর কোড ও পরিবর্তনকৃত পিন কোডের মাধ্যমে এটিএম ব্যবহার করা যাবে ।

এটিএম কার্ডের ব্যবহারিক বৈশিষ্ট্য

কার্ডটির মাধ্যমে ঢাকা ক্রেডিটের যেকোনো বুথে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টা অর্থ উত্তোলন করা যাবে। উক্ত এটিএম কার্ডটি ঢাকা ক্রেডিটের আইডি কার্ড হিসেবেও ব্যবহৃত হবে। ডেবিট কার্ড ব্যবহারকারি সদস্যদের পূর্বের আইডি কার্ডটি আর গ্রহনযোগ্য হবে না। কার্ডটির মাধ্যমে বিভিন্ন তথ্যও জানা যাবে। কার্ডের মাধ্যমে একসাথে ২০ হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলনের সুযোগ রয়েছে।

ঢাকা ক্রেডিট এটিএম বুথের এলাকাসমূহ

ঢাকায় ৬টি এটিএম বুথ স্থাপন করে ঢাকা ক্রেডিট ১১ ডিসেম্বর থেকে এ সেবা কার্যক্রম শুরু করেছে। সেবাগ্রহীতাগণ তাদের কাক্সিক্ষত সেবাও গ্রহণ করতে শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সাভার, কালীগঞ্জ ও বান্দুরায় আরো ৪টি এটিএম বুথের কার্যক্রম শুরু হবে। বর্তমানে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়, রাজাবাজারের সাধনপাড়ায়, মিরপুর, মনিপুরীপাড়া, নদ্দা, সেন্ট জন ভিয়ানী হাসপাতাল চত্বরে ঢাকা ক্রেডিটের এটিএম সার্ভিস শুরু হয়েছে। পর্যায়ক্রমিক চাহিদানুসারে ঢাকা ক্রেডিট বিভিন্ন এলাকায় এটিএম বুথ স্থাপন করবে।