শিরোনাম :
চট্টগ্রামে ওয়ানগালা উদযাপন
ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম
চট্টগ্রাম ক্যাথিড্রাল প্যারিশের সেন্ট প্ল্যাসিড’স স্কুল মাঠে ১৩ ডিসেম্বর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে গারোদের প্রাণের উৎসব ওয়ানগালা উদযাপন করা হয়েছে। মান্দি সমাজ ‘ওয়ানগালা’ উৎসবটি মূলতঃ খ্রিষ্টরাজার পর্ব হিসেবে পালন করে।
চট্টগ্রাম শহরে বসবাসরত গারোদের দিনব্যাপি অনুষ্ঠানের শুভ সূচনা হয় অভ্যর্থনা ও রেজিষ্ট্রেশনের মাধ্যমে। সকাল ১০ঃ৩০ মিঃ এ শুরু হয় ওয়ানগালা উপলক্ষে বিশেষ খ্রিষ্টযাগ। খ্রিষ্টযাগের উপদেশে মহামান্য আর্চবিশপ মজেস কস্তা সিএসসি বলেন, মান্দি তথা আদিবাসিদের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি। সংস্কৃতির রয়েছে সংগীত, শিল্প, সাহিত্য, ঐতিহ্য। তবে সংস্কৃতি ও ঐশ বিশ্বাসের মধ্যে সমন্বয় থাকতে হবে। তিনি চট্টগ্রামে বসবাসকারী ধর্ম বিশ্বাসের দৃঢ়তার প্রশংসা করেন।
এরপর জল, মান্দিদের আনা বিভিন্ন পন্য আশীর্বাদ করা হয় এবং প্রত্যেকের কপালে পবিত্রতা ও শুদ্ধতারর প্রতীক চন্দনের তিলক এঁকে দেয়া হয়।
খ্রিষ্টযাগের পরে ‘ওয়ানগালা, ওয়ান গালা’ গানের সাথে নৃত্য পরিবেশন এবং কীর্তন করে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তরুন তরুনীরা।
উল্লেখ্য, চট্টগ্রামের বিভিন্ন কারখানা, ইপিজেড, গার্মেন্টস ও বিউটি পার্লারে কাজের সুবাদে উল্লেখযোগ্য সংখ্যক মান্দি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।