ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের বিজয় দিবস উদযাপন

ঢাকা ক্রেডিটের বিজয় দিবস উদযাপন

0
510

ডিসিনিউজ || সাভার

আজ মহান বিজয় দিবস। ৪৮ বছর পর ফিরে এলো আবার সেই দিন যেদিন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ পেল একটি মানচিত্র।
পুষ্পস্তবক দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের আজ স্মরণ করলো গোটা জাতি। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা ক্রেডিট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, বাংলাদেশ খ্রীষ্টিয়ান মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ডিসিনিউজকে বলেন, ‘আজ আমি ১৯৭১ খ্রিষ্টাব্দে যারা শহীদ হয়েছেন, যেসকল মা-বোন সম্ভ্রম হারিয়েছেন, ঢাকা ক্রেডিটের ৪২ হাজার সদস্যদের পক্ষে তাঁদের শ্রদ্ধা জানাই।’
শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টিয়ান মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ সমিতির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মাইকেল এ, শাহ্, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) বিজয় ম্যানুয়েল ডি’প্যারেজ।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও তাঁর বক্তব্যে বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। আজ আমাদের প্রত্যাশা এই দেশ হবে অসাম্প্রদায়িক চেতনার। এ দেশে রাজাকারের কোন স্থান নাই।

[wp1s id=”10965″]
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আরো শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পিটার রতন কোড়াইয়া, আলবার্ট আশিস বিশ্বাস, সদ্য নির্বাচিত ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব ডি রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) যুগ্ম সচিব ১ জেমস সুব্রত হাজরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, নির্বাহী সদস্য ভিক্টর রে, বিসিএ’র ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মলয় নাথ, বিসিএ’র বনানী থানা শাখার আহ্বায়ক সেবাষ্টিয়ান বাড়ৈ, বিসিএ’র মীরপুর শাখার প্রেসিডেন্ট স্বপন চৌধুরী, বিসিএ’র মোহাম্মদপুর শাখার প্রেসিডেন্ট আন্তন হালদার, ক্লেমেন্ট ঢালী, প্রেমসন, ম্রং রিপন মথি গমেজ, শিপু পরিমল কস্তা ও সোহেল এল গমেজ প্রমুখ।