ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রাম ওয়াইডব্লিউসিএ’র প্রাক বড়দিন উৎসব পালিত

চট্টগ্রাম ওয়াইডব্লিউসিএ’র প্রাক বড়দিন উৎসব পালিত

0
446

ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম

চট্টগ্রাম  ওয়াইডব্লিউসি প্রাক্ বড়দিন মিলন উৎসব গত ১৭ই ডিসেম্বর জামালখানের এজি চার্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওয়াইডব্লিউাসিএর কর্মকর্তা, বোর্ড মেম্বার, ইয়থ দল, সদস্যাগণ এবং প্রত্যেকের পরিবার এবং বিভিন্ন সমমনা সংগঠন ও বিভিন্ন মন্ডলীর অতিথিসহ প্রায় ৩০০জন অতিথি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার লেনার্ড রিবেরু। ওয়াইডব্লিউসিএর প্রেসিডেন্ট মিসেস পূরবী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোরিয়ান নাগরিক মিস লি, এজি চার্চ স্কুলের প্রধান শিক্ষিকা ও  ওয়াইডব্লিউসিএর  ট্রেজারার মিসেস জাসিন্তা অধিকারী,  ন্যাশনাল     ওয়াইডব্লিউসিএর ভাইস প্রেসিডেন্ট মিসেস সোনিয়া ডি’কস্তাসহ স্বনামধন্য অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ফাদার লেনার্ড রিবেরু বলেন, ওয়াইডব্লিউসিএর প্রাক্ বড়দিন মিলন উৎসব শুধুই জাগতিক আনন্দ ফূর্তি নয়, ঈশ্বরপুত্র মানুষরূপে পৃথিবীতে আগমনের ঐশ্বরিক আনন্দের দিন।

ওয়াইডব্লিউসিএর  ট্রেজারার মিসেস জাসিন্তা অধিকারী বলেন, আজকের অশান্ত, অস্থির  পৃথিবীতে কেউই ভালো নেই।  মানুষ শুধুই নিজেকে নিয়ে ব্যস্ত। তিনি সবাইকে যার যার অবস্থানে থেকে অন্যের জন্য ভালো কিছু করার অনুরোধ জানান।

প্রেসিডেন্ট মিসেস পূরবী সরকার বলেন, ঈশ্বর মানবজাতির মুক্তির জন্য তাঁর নিজ পুত্রকে দান করেছেন। যীশু জাগতিক রেষারেষি, হিংসা বিদ্বেষ ও পাপময়তার অবসান ঘটিয়ে মিলন সমাজ প্রতিষ্ঠা করেছেন।

দইসাধারণ সম্পাদিকা মিস সিনথিয়া ডি’রোজারিও সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলায় মেতে ওঠেন অংশগ্রহণকারী ও তরুণীরা। আনন্দ গানে, উৎসবে মিলনে সেদিন প্রকৃতই বড়দিনের আনন্দ অনুভব করেন সবাই

উল্লেখ্য, চ্ট্টগ্রামে খ্রীষ্টান সম্প্রদায়ের সকল মন্ডলীর নারীদের মিলিত হওয়ার একমাত্র প্ল্যাটফর্ম ওয়াইডব্লিউসিএ প্রাক বড়দিন, ইষ্টার পুনর্মিলন, বার্ষিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে চলেছে বহু বছর ধরে।