ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জানুয়ারি মাসে দেশজুড়ে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

জানুয়ারি মাসে দেশজুড়ে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

0
326

বাংলাদেশে নভেম্বর থেকে শীত পড়ার কথা থাকলেও সেই অর্থে এখনও শীতের দেখা মেলেনি। তবে কি এবছর এমনটাই যাবে? শীতের দেখা মিলবেনা?

এমন অবস্থায় জানুয়ারিতে দেশজুড়ে শৈত‌্যপ্রবাহ বয়ে যাওয়ার একটা পূর্বাভাস দিয়েছেন  আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ টীম সোমবার চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার কথা বলেছেন।

বৈঠক শেষে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ‌্যাঞ্চলে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) এবং অন‌্যত্র দুয়েকটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত‌্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তবে সার্বিকভাবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকবে বলে মন করছেন আবহাওয়াবিদরা।

images-2চলতি শীত মৌসুমে ইতোমধ‌্যে এক দফা মৃদু শৈত‌্যপ্রবাহ বয়ে গেছে। তবে মধ‌্য ডিসেম্বরে ওই শৈত‌্যপ্রবাহের আাঁচ ততোটা অনুভব করেননি ঢাকাবাসী।

এর কারণ হিসেবে এবার ডিসেম্বরে সাইবেরীয় উচ্চ চাপ বলয় ও উত্তর-পশ্চিমা শক্তিশালী বায়ুপ্রবাহের (জেড বায়ু) দুর্বলতা এবং দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘নাদা’র প্রভাবের কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

এসএন/আরবি/আরপি/৩ জানুয়ারি, ২০১৭