শিরোনাম :
ভূমিকম্পে ঢাকাসহ কেঁপে উঠলো সারাদেশ!
ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায়।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানায়, বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকা থেকে ১৫৯ কিলোমিটার পূর্বে ত্রিপুরার লং তারাইয়ের মাছমারায় এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের সময় আগরতলাসহ ত্রিপুরা রাজ্যে হুড়োহুড়ি শুরু হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।
ত্রিপুরা সীমান্তবর্তী হওয়ায় এ ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনীসহ আশপাশের জেলাগুলোতে। তবে এ জেলাগুলোতেও কোনো ক্ষয়ক্ষতির খবর তৎক্ষণাৎ মেলেনি।
আরবি/এসএন/আরপি/ ৩ জানুয়ারি, ২০১৭