শিরোনাম :
ঢাকা ক্রেডিটের বাৎসরিক কার্যক্রম পরিকল্পনা সভা-২০২০
ডিসিনিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটে অর্ধ দিবস ব্যাপী বাৎসরিক কার্যক্রমের পরিকল্পনা সভা বি কে গুড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
আজ (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে বাৎসরিক পরিকল্পনা সভা সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রার্থনা এবং প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে পরিকল্পনা সভা শুরু হয়। এই সভা পরিচালনায় দায়িত্ব পালন করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
সভার প্রধান আলোচ্য বিষয় হলো- ২০২০ খ্রিষ্টাব্দের বার্ষিক কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন করা।
সভায় বার্ষিক কার্যক্রম পরিকল্পনার সেশন পরিচালনা করেন সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঋণ খেলাপি আদায়ের সেশন পরিচালনা করেন ঋণ খেলাপি আদায় বিভাগের ইনচার্জ রিচার্ড রোজারিও। এছাড়া ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কৌশলগত পরিকল্পনার প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ^াস। দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার/ইনচার্জগণ বিভিন্ন প্রকল্পের ওপর বক্তব্য উপস্থাপন করেন।
সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজসহ সমিতির কর্মকর্তা, সিইও, চীফ অফিসারগণ, ম্যানেজার/ইনচার্জ ও প্রকল্প ম্যানেজার/ইনচার্জগণ সভায় উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার ধন্যবাদ বক্তব্যে মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘটে।