ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাঝরাতে আবার ভূমিকম্প

মাঝরাতে আবার ভূমিকম্প

0
235

সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক ভাবে বাংলাদেশে যে ভাবে ভূকম্পন অনুভূত হচ্ছে এতে করে ক্রমশই মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

৩ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে ভূকম্পন অনুভূত হওয়ার পর ফের মধ্যরাতে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় রাত ১২টা ৪৯ মিনিটে মাঝারি আকারের এই ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে,এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকায়। ঢাকা থেকে ৪২৩ কিলোমিটার পূর্বে যার অবস্থান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

এর আগে গতকাল বেলা ৩টা ৯ মিনিটের ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশ কম্পিত হয়ে ওঠে। এ ঘটনায় সুনামগঞ্জে এক স্কুলছাত্রীসহ দুজনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বিকেলের দিকে ঘটা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

এসএন/আরবি/৪ জানুয়ারি, ২০১৭