ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে শুভেচ্ছা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় খ্রীষ্টান ছাত্র সংগঠনের...

ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে শুভেচ্ছা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় খ্রীষ্টান ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ

0
512

ডিসিনিউজ, ঢাকা

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় খ্রীষ্টান ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ড কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় খ্রীষ্টান ছাত্র সংগঠনের সভাপতি সুশীল কিস্কু ও সাধারণ সম্পাদক বার্নাবাস ম্রং।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া তাঁদের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা ক্রেডিট যুবক-যুবতীদের জন্য কাজ করে থাকে। যুবাদের যে কোনো কল্যাণে পাশে থাকবে ঢাকা ক্রেডিট। ঢাকা ক্রেডিটের কর্মকান্ডে যুবাদের অন্তর্ভুক্ত করা হয় বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা বিশ^বিদ্যালয় খ্রীষ্টান ছাত্র সংগঠনের সভাপতি সুশীল কিস্ক জানান, বর্তমানে কমপক্ষে ১২০ জন খ্রীষ্টান ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি নব নিযুক্ত বোর্ডকে সহ ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা ক্রেডিটে ট্রেজারার পিটার রতন কোড়াইয়া।

ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় খ্রীষ্টান ছাত্র সংগঠনের ক্রীড়া সম্পাদক সাগর চাম্বুগং, সদস্য ভিনসেন্ট কেরটাকা ও শান্ত দাংগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।