শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
ডিসিনিউজ || ঢাকা
আজ ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শীতকালীন পিঠা উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে নিজেদের বাসা থেকে হরেক রকম পিঠা অভিভাবকের সহযোগিতায় তৈরী করে বিদ্যালয়ে নিয়ে আসে। শ্রেণি শিক্ষকের নির্দেশনায় ও সুন্দর পরিবেশনায় অত্র পিঠা উৎসব সকল শিক্ষার্থীর মধ্যে আগ্রহ তৈরী করে, এতে শিক্ষার্থীরা বিভিন্ন পিঠার নাম, স্বাদ ও তৈরীর উপাদান জানতে পারে।
পিঠা উৎসবে চিতই, দুধ-চিতই, পাটিসাপটা, বিবিকা, ডোনাট, ফুল, সিদ্ধকুলি, ফিলিস, ভাপা, বোড়া, পাকন, চাপটি, নকশী ইত্যাদি।
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রিন্সিপাল মি. আনন্দ চৌধুরীর বলেন, ‘পিঠা, ফুল ও ফল উসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে, তারা বিভিন্ন বিষয় সমন্ধে জানতে পারে। তাই আমাদের উচিত তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য যদি একটু ব্যয়ও হয় তবুও এই ধরনের আয়োজন চলমান রাখা।
বিদ্যালয়ের প্রিন্সিপাল মি. আনন্দ চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মিসেস মিটিল্ডা কস্তাসহ অন্যান্য শিক্ষকমন্ডলী পিঠা উৎসবে সহযোগিতা করেন। ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের ইনচার্জ সোহেল রোজারিও অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, সাথে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের অফিসার জেকসন রোজারিও।
প্রায় ২৯২ জন শিক্ষার্থী এই পিঠা উৎসবে অংশগ্রহণ করে।
ঢাকা ক্রেডিটের পরিচালনায় নদ্দা এলাকায় এই স্কুলটি ২০০৯ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।