ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পানজোরায় সাধু আন্তনীর তীর্থে বিনামূল্যে খাবার খাওয়ার সুযোগ

পানজোরায় সাধু আন্তনীর তীর্থে বিনামূল্যে খাবার খাওয়ার সুযোগ

0
1659

ডিসিনিউজ || ঢাকা

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া নাগরীর পানজোরায় সাধু আন্তনীর তীর্থে বিনামূল্যে খাবার খাওয়ার সুযোগ করে দিলো নাগরী ডন বস্কো ক্লাব এবং পারোয়ান ও ভাসানিয়ার গ্রামবাসী। দূরদূরান্ত হতে আগত তীর্থে আসা ভক্তরা এ ‍সুযোগ পাবেন।

নাগরীর পারোয়ান গ্রামের খ্রিষ্টভক্ত বাধন গমেজ ডিসিনিউজকে বলেন, ‘পারোয়ান গ্রামে আমরা বিগত চার বছর ধরে তীর্থে আসা ভক্তদের বিনামূল্যে খাবার বিতরণ করে আসছি। গত বছর আমরা ১২০০ জনকে খাবার দিয়েছিলাম।’

তিনি জানান, পারোয়ান গ্রামটির অবস্থান নাগরী হতে উলুখোলা গ্রামের দিকে অবস্থিত। আগামীকাল তীর্থের ২য় মহাখ্রিষ্টযাগের পর দূরদূরান্ত হতে আগত তীর্থে আসা ভক্তরা পারোয়ান গ্রামে টেনুর বাড়ির পাশে গেলে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। পারোয়ান ও ভাসানিয়ার গ্রামের খ্রিষ্টভক্তদের উদ্যোগে সেখানে এই ব্যবস্থা করা হয়েছে।

নাগরী ডন বস্কো ক্লাবের খাবার পাওয়া যাবে সেন্ট নিকোলাস গির্জার গেটের পাশে ঢাকা ক্রেডিটের এটিএম সংলগ্ন একটি দোকানে। খাবার পেতে ফোন করতে হবে: প্রান্ত রোজারিও: ০১৭৬১৪৪৭৫৭০ নম্বরে।

আরো পড়ুন: ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ