শিরোনাম :
গান সজীবতার অন্যতম অনুষঙ্গ
বলা হয়ে থাকে গান মনের খোরাক যোগায়। অশান্ত মনে গান নতুন প্রাণের সঞ্চার করে।
গান শুনে ঘুমাতে যাওয়া এবং ঘুম ভেঙে উঠে গান কিংবা ভ্রমণে গান-এই তো গানের প্রতি বাঙালির কলতান!
ইদানিং সকালের গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এফএম রেডিও ও টেলিভিশনগুলোতে সম্প্রচারিত সকালের গান এখন বেশ সমাদৃত।
এতো সকালে গান শুনতে কেউ ওঠেন? প্রশ্নের উত্তরে অদিতি মহসিন বলে ওঠেন, ‘একটি শ্রেণি অবশ্যই ওঠেন। নয়তো ভোরবেলা গানের অনুষ্ঠান কি এত জনপ্রিয় হয়? তা ছাড়া গানে গানে সকাল শুরু হলে মানুষের সারাটা দিন ভালো কাটে।’
৫ জানুয়ারি, বৃহস্পতিবার রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে রয়েছে গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। এই অনুষ্ঠানে শ্রোতাদের সরাসরি গান শোনাবেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। অনুষ্ঠানের এই পর্বটি উৎসর্গ করা হয়েছে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীকে। প্রয়াত এই শিল্পপতির পছন্দের কিছু গান গাইবেন অদিতি। সঙ্গে থাকবে শ্রোতাদের পছন্দের আরও কিছু রবীন্দ্রসংগীতও।
এসএন/আরবি/আরপি/ ৪ জানুয়ারি, ২০১৭