ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কোর্ট অব ওয়ার্ডসের হয়রানি, পরিবেশ দূষণ ও অপরিকল্পিত শহরায়ন বন্ধের আহ্বান

কোর্ট অব ওয়ার্ডসের হয়রানি, পরিবেশ দূষণ ও অপরিকল্পিত শহরায়ন বন্ধের আহ্বান

0
692

ভূমি ও পরিবেশ রক্ষা দিবস উদ্যাপন কমিটির আহবায়ক এবং সাভার-বিলিয়া উন্নয়ন পরিষদের সভাপতি নির্মল রোজারিও ও ভূমি ও পরিবেশ রক্ষা দিবস উদ্যাপন কমিটির সদস্য-সচিব এবং সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল আওয়াল এক বিজ্ঞপ্তিতে বলেন, আমাদের পূর্বপুরুষেরা তৎকালীন ঢাকার নওয়াব এষ্টেট থেকে পত্তননামা, পাট্টানামা, বন্দোবস্তীনামা, কবুলিয়তনামা, নিলাম খরিদ ইত্যাদি মূলে জমির মালিক হয়েছেন। অতপর নিয়মিতভাবে খাজনা দিয়েছেন, খারিজ করিয়েছেন, জমি কেনা-বেচা করেছেন। সেমতে আমরা তার পরবর্তী বংশধর হিসেবে জমির মালিক হয়েছি। সিএস, এসএ, আরএস-এ নাম অন্তর্ভূক্ত হয়েছে। কেউ কেউ পত্তননামা, পাট্টানামা, বন্দোবস্তীনামা, কবুলিয়তনাম, নিলাম খরিদমূলে মালিক হয়ে এসএ, আরএস-এ নাম রেকর্ডভুক্ত করিয়েছেন। বিএস রেকর্ডেও মাঠ পর্যায়ে জড়িপ করিয়ে মাঠ পর্চা লাভ করেছেন।

কিন্তু পরিতাপের বিষয় হল তথাকথিত কোর্ট অব ওয়ার্ডস-এর নামে ভূমি সংস্কার কমিশন আমাদের পৈত্রিক সম্পত্তির বিএস রেকর্ড প্রদানের বাধা সৃষ্টি করছেন; জমির খাজনা-খারিজ বন্ধ রেখেছেন। আমাদের পৈত্রিক সম্পত্তি বিভিন্ন ভূমিদস্যু, ভূইফোর প্রতিষ্ঠান ও স্বার্থানেষী মহলকে লিজ প্রদানের পায়তারা করছেন। একটি কুচক্রী মহল এই অপকর্ম করে বেড়াচ্ছে। বিশেষ করে নব্বই দশকের শুরু থেকে এই অপতৎপরতা শুরু হয়েছে। এলাকার মিটন, দক্ষিণ কৃষ্ণপুর, কাঠগড়া, কালিয়াকৈর, কমলাপুরের চাপ এলাকা, কুমারখোদা, শ্যামপুর, বাঘনীবাড়ী, মইস্তাপাড়া এলাকায় ১৯৯৬ খ্রিস্টাব্দের পর থেকে এ যাবৎ ভুমিদস্যুরা হামলা করে জমি দখলের চেষ্টা করেছিল। কিন্তু এলাকার গনগণ সংঘবদ্ধভাবে তাদের প্রতিরোধ করেছিল। অনেককে নানাভাবে হয়রানি করা হয়েছে। আর এ সকল ঘটনা আমরা ভুলে যাইনি, ভুলে যেতেও পারি না।

আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন, সাভার ইউনিয়ন এবং সাভার পৌরসভার পূর্বাংশ একটি অবহেলিত জনপদ। এখানকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন জনগনের প্রত্যাশা অনুযায়ী হয়নি। এক সময় সাভারের ডায়েরি ফার্মের পরিত্যাক্ত নোংরা পানি কৃষকের শতশত বিঘা ধানি জমি বিনষ্ট করে কৃষককুলকে সর্বশান্ত করেছিল। তার কারণ ছিল পানি নিষ্কাশনের প্রয়োজনীয় খাল বা নিস্কাশন ব্যবস্থার অভাব। একটি সরকারি সরুখাল ছিল, যার মধ্য দিয়ে পানি নিষ্কাশন হতে পারতো না বিধায় মানুষের ধানের জমির উপর দিয়ে পানি প্রাবাহিত হয়ে জমির উৎপাদনশীলতা বিনষ্ট হয়েছিল। সেই সরু সরকারি খালটিও আজ ভরে ফেলা হয়েছে। ফলে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা এখন আর নেই বললেই চলে। এলাকার রাস্তাগুলোতে পূর্বে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চুঙ্গি বা বড় আকারের সিমেন্টের পাইপ লাগানো ছিল। কিন্তু কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ সে সকল চুঙ্গির মুখ বন্ধ করে দেয়াতে এখন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং জনভোগান্তি বৃদ্ধি পাচ্ছে।

সাভারের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পরিবেশ ক্রমান্বয়ে ধ্বংস করা হয়েছে এবং এখনো হচ্ছে। যত্রতত্র শিল্প কারখানা, খামার ইত্যাদি প্রতিষ্ঠার কারণে পরিবেশ আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। পাশাপাশি চলছে অপরিকল্পিত শহরায়ন। আমাদের বক্তব্য হল- শহরায়ন হবে, কিন্তু তা অবশ্যই পরিকল্পনা মাফিক হতে হবে। আমরা একটি পরিকল্পিত এলাকা চাই; পরিকল্পিত সাভার চাই। এলাকায় মাদক দ্রব্যের ভয়াবহ বিস্তার আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির সম্মুখীন করে ফেলেছে। এই সকল নেতিবাচক বিষয়ে আমাদের এখনই সোচ্চার হওয়া প্রয়োজন এলাকার স্বার্থে, সাভারের স্বার্থে ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে।

মাতৃভূমির ভূমি ও পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের মূল সংগঠন পৈত্রিক ভিটেমাটি রক্ষা সংগ্রাম কমিটি ও সাভার বিরুলিয়া উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে ২০ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে “ভূমি ও পরিবেশ রক্ষা দিবস” পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে ১৫১ সদস্য বিশিষ্ট একটি উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে।

এই উদ্যাপন কমিটির উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, বিকেল ০৩:০০ ঘটিকায় দক্ষিন কৃষ্ণপুরে অবস্থিত হাই-পয়েড কারখানার সম্মুখে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভারের কৃতিসন্তান আমাদের প্রিয় মানুষ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি মহোদয়। এছাড়াও উপস্থিত থাকবেন সাভারের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিগণ।

উক্ত সমাবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলে দলে যোগদান করার জন্য আমরা সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আমাদের দাবীসমূহ

১। আজ থেকে শতবর্ষপূর্বে ঢাকার নওয়াব এষ্টেট থেকে বৈধ এবং কাগজীয় সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে বসবাসকারী এলাকাবাসীদের তথা কথিত কোর্ট অব ওয়ার্ডসের নামে হয়রানি, অবৈধভাবে লিজ প্রদান, খাজনা-খারিজ ও বিএস রের্কড প্রদানে অহেতুক জামেলা বন্ধ করতে হবে। এই সমস্যার আশু সমাধানে ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে।

২। সাভার ডেইরী ফার্ম হতে ধরেন্ডা গির্জা হয়ে বিল-ভাগিল পর্যন্ত প্রবাহিত খালটি অবিলম্বে দখলমুক্ত ও খনন করে পানি নিষ্কাষনের সুব্যবস্থা করতে হবে।

৩। অত্র এলাকার পরিবেশ দূষণ রোধে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পৌর এলাকার পয়নিস্কাশন, ময়লা অবর্জনা ফেলার নির্ধারিত স্থানের ব্যবস্থাসহ পৌরসভা ও ইউনিয়নসমূহের রাস্তা-ঘাটের মেরামত, সংস্কার ও উন্নয়ন করতে হবে।

৪। এলাকায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধে প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পাশাপাশি স্কুল কলেজের শিক্ষক-শিক্ষয়ত্রী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এ বিষয় সর্তক ও সচেতন থাকতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লক্ষ্যে এ বিষয়ে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

৫। অত্র এলাকাসহ সাভারে অপরিকল্পিত শহরায়ন বন্ধ করতে হবে; সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরিকল্পিত শহরায়নের বিষয়ে দ্রæত পরিকল্পনা গ্রহণ করতে হবে। যত্রতত্র শিল্পকারখানা গড়ে তুলে এলাকায় শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ বন্ধ করতে হবে এবং সাভারে শিল্প এলাকা ও আবাসিক এলাকা সুনিদিষ্টকরণ করতে হবে।

যোগাযোগ
আব্দুস সামাদ মোল্লা-০১৯৮৫৩৫১২৫০, মোঃ ইদ্রিস আলী-০১৯৩৮৮৪৯১১৭, মোঃ আব্দুল মালেক-০১৭১২০৯৪৩৮৮, বীর মুক্তিযোদ্ধা দিলীপ মার্টিন গমেজ-০১৭১৮৬৯৮৮১৯, প্রভাত ডি’ রোজারিও-০১৭১২১৬১২০৯, রবার্ট প্রদীপ রোজারিও-০১৭৪৭৩৯৪৯৪৪, মোঃ শাহ আলম-০১৭১১১৯৬৬৪২, মোঃ গিয়াস উদ্দিন-০১৭১৬৮০১৪৯৫, ডাঃ মার্শেল পেরেরা-০১৭১৬৫১০৫৩৫, মোঃ আলী আকবর-০১৯৫৫৩০৯৪৯০, মোঃ ফারুক হাসান-০১৯২০৮৫৬৯৯৭, বিলাস বি. গমেজ-০১৮১৯২১৪৫৭৬, মাইকেল জন গমেজ-০১৭১৩০০১৪৪০, তপন টমাস রোজারিও-০১৮১৯২৫৭২৭৫, প্রতাপ আগষ্টিন গমেজ-০১৮৪১১৩০৫৮৭, কলিন্স ডি’ রোজারিও-০১৭১৫৯৩৪৮৮১, আলপনা রোজারিও-০১৭৪৫০৪২২৪২, মোঃ খায়ের উদ্দিন-০১৯১৩০৫০৭৩৭, মোঃ শরীফ মিয়া-০১৯১৪২৯৪৩২২, মোঃ কুতুব উদ্দিন-০১৯২৪৪৬৬৫২৬, জন রোজারিও-০১৮৭৬০৪২১২৭, মোঃ মনু খান-০১৭১২৬০৮০৭৮, বিনয় গমেজ-০১৯৫৫৫৯০৬৬০, বাবুল রোজারিও-০১৮৩৬০৫২৬৫৩, শেখর পিউরীফিকেশন-০১৭৫৭০৫৪৮৭২, শিপু পরিমল কস্তা-০১৭১৫৭০২৭৩৩, রনেল ফ্রান্সিস কস্তা-০১৭৮৯৬৬০১১০ ও হিমেল টি. রোজারিও-০১৮২৯৫১৭৬৫৯।

ঠিকানা

ভূমি ও পরিবেশ রক্ষা দিবস উদ্যাপন কমিটি, পৈত্রিক ভিটেমাটি রক্ষা সংগ্রাম কমিটি, সাভার-বিরুলিয়া উন্নয়ন পরিষদ
প্রযত্নে: জন রোজারিও, পর্ধাইন্না পাড়া, এলাহি নগর, দক্ষিণ কৃষ্ণপুর, বিরুলিয়া রোড, সাভার ঢাকা। মোবাইল: ০১৮৭৬০৪২১২৭।

প্রেস বিজ্ঞপ্তি।