ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রথম বাংলাদেশী অবলেট ধর্মযাজক হেনরী রিবেরু পরলোকে

প্রথম বাংলাদেশী অবলেট ধর্মযাজক হেনরী রিবেরু পরলোকে

0
1293

ডিসিনিউজ, ঢাকা:
প্রথম বাংলাদেশি অবলেট ধর্মযাজক ফাদার হেনরী রিবেরু গতকাল ভোরে ইব্রাহিম কার্ডিয়াক মেমোরিয়াল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
ফাদার হেনরীর ভাইস্তা কারিতাসের কর্মকর্তা চয়ন রিবেরু ডিসিনিউজকে জানান, সন্ধ্যায় তাঁর হার্ট এটাক করলে হাসপাতালে নেওয়া হয়। পরে গতকাল ভোর রাতে তিনি মারা যান।
তুমিলিয়া ধর্মপল্লীর চড়াখোলা গ্রামের মিনু রিবেরু ও রোজা রিবেরুর সন্তান ফাদার হেনরী রিবেরু প্রথম বাংলাদেশি হিসেবে অবলেট সেমিনারীতে গিয়ে অবলেট ফাদার হন। সিস্টার মেরী নিবেদিতা এসএমআরএ তাঁর ছোট বোন।
কাথলিক মন্ডরীতে ফাদার হেনরী রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। খ্রিষ্টের বাণী প্রচারে সিলেটের খাদিম, লক্ষ্মীপুরে, রাজশাহীর কাটাগাঙ্গায় ও বান্দরবানের আলিকদমে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।
আজ সিলেটের লক্ষ্মীপুরে অবলেট ফাদার হাউজের কবরস্থানে তাঁর মরদেহ সমাধিস্থ করা হয়। তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া অনুষ্ঠানে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন সিলেটের বিশপ বিজয় ডি’ক্রুজ, ওএমআই। তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া অনুষ্ঠানে ফাদারের আত্মীয়-স্বজনসহ এক হাজার খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।
বর্তমানে দেশে ২৯ জন অবলেট ফাদার ঈশ^রের দ্রাক্ষাক্ষেত্রে সেবা দিয়ে যাচ্ছেন।