শিরোনাম :
ইজিবাইক চাপায় নিভে গেল প্রেইসি রোজারিওর প্রাণ
ডিসিনিউজ, নাটোর:
চার বছরের প্রেইসি রোজারিও পাশের বাড়ি খেলতে গিয়েছিলো। বাড়ি ফেরার পথে ইজিবাইকের চাপায় নিভে যায় তার নিঃষ্পাপ প্রাণ।
দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে নাটোরের বনপাড়ার ছাতিয়ানগাছা গ্রামে। গতকাল বিকেলে ইজিবাইকের চাপা পড়লে সঙ্গে সঙ্গে তাকে বনপাড়ার আমেনা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
প্রেইসি ছাতিয়ানগাছার প্রকাশ রোজারিও ও পলি ক্রুশের মেয়ে। একই দিন তাদের ছোট মেয়ের বাপ্তিস্মের অনুষ্ঠান হওয়ার কারণে বাড়িটি ছিলো উৎসবমুখর। তাদের বড় মেয়ের দুর্ঘটনায় মুহূর্তে বাড়িসহ পুরো গ্রামের স্বজনদের মধ্যে নেমে আসে দুঃখের ছায়া।
প্রেইসির মরদেহে আজ বনপাড়ার সেমিনারীর পরিচালক ফাদার প্রেমু রোজারিওর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ শেষে দাফন করা হয়।