ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন

রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন

0
576

ডিসিনিউজ ॥ ঢাকা
রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো বড়দিন পূণর্মিলনী ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে রাজা বাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির চেয়ারম্যান মার্সিয়া মিলি গমেজের সভাপতিত্বে বড়দিন পূণর্মিলনী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন করা হয়।
ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের বর্তমান ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ রেমন্ড আরেং, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির ভাইস-চেয়ারম্যান সাইমন বাদল রোজারিও, সেক্রেটারি ফ্লোরেন্স গমেজ, ট্রেজারার লুর্দিয়ানা গমেজ, সহ-সম্পাদক স্ট্যানলী হিল্টন দেশাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতি মার্সিয়া মিলি বলেন, ‘আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করি, বিশেষ করে যারা কীর্তন করে। রাজাবাজার বসবাসকারীগণ খ্রিষ্টের জন্মতিথিতে কীর্তন করে থাকি। শিশু থেকে শুরু করে বড়রাও এতে অংশগ্রহণ করে। এ ছাড়াও আমরা ঢাকা ক্রেডিট কর্তৃক আয়োজিত কীর্তন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। মূলত আমরা খ্রিষ্টের জন্মবরতা পৌঁছে দেওয়ার জন্যই এই কার্যক্রম করি।’
‘রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতি একটি প্রার্থনার চ্যাপেল শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগে অনেকেই আমাদের সহযোগিতা দিয়েছে, সবাইকে এর জন্য ধন্যবাদ জানাই। চ্যাপেল হলো ঈশ্বরের গৃহ, এখানে সবাই এসে প্রার্থনা করবেন’ বলে সভাপতি মার্সিয়া মিলি গমেজ।
তিনি আরো বলেন, ‘আজকের দিনে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীও পালন করছি, যা সত্যিই আমাদের জন্য সৌভাগ্য। এই দিনে আমরা তাঁকে সহস্র কোটি শ্রদ্ধা জানাই।’
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতি যে সকল কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রতি বছর তারা বড়দিন পূণর্মিলনীসহ নানাকিছুর আয়োজন করে। তাদের উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।
‘আজ রাজাবাজার কল্যাণ সমিতি বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন করছে, এই আয়োজন জাতিকে উজ্জীবিত করবে। অনেক বড় সংগঠনও এই উদ্যোগ নিতে পারে না, কিন্তু রাজাবাজার কল্যাণ সমিতি জাতির পিতার প্রতি সম্মান দেখিয়ে দেশত্ববোধের পরিচয় দিয়েছে।’
অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য, পুরস্কার প্রদানসহ নানা আয়োজনে এক মহামলিনের আবাহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজাবাজার কল্যাণ সমিতি সেক্রেটারি ফ্লোরেন্স গমেজ।