ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শহীদ দিবস পালন

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শহীদ দিবস পালন

0
567

ডিসিনিউজ ॥ নদ্দা ॥ ঢাকা
‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানে প্রভাত ফেরি করে শহীদ মিনারে ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ, শিক্ষক এবং অভিভাবকরা।
২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় নদ্দায় স্কুলের শিক্ষার্থীরা প্রভাত ফেরি শেষে স্কুলে শহীদ মিনারে এসে জড়ো হয়ে শহীদদের পাদমূলে পুষ্পার্ঘ অর্পণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির চেয়ারম্যান ও স্কুলের আহ্বায়ক মানিক লরেন্স রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সলোমন আই. রোজারিও, স্কুলের প্রিন্সিপাল আনন্দ চৌধুরী, ঢাকা ক্রেডিটের ও স্কুলের কনসার্ন সিও সুইটি শিশিলিয়া পিউরীফিকেশনসহ আরো অনেকে।
এ দিন সকালে স্কুল ক্যাম্পাস থেকে শুরু করে নদ্দা এলাকার বিভিন্ন সড়ক শিক্ষার্থী, অতিথি, শিক্ষক এবং অভিভাবকরা প্রভাত ফেরি করে স্কুলের চত্বরে নির্মিত শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। একজন জাতীয়তাবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হয়ে ওঠার বিষয়ে বক্তারা আলোকপাত করেন। তারা আহ্বান জানান, সব ছেলে-মেয়েরা যেন জাতীয় চেতনায় জাগ্রত হয়ে দেশত্ববোধ হৃদয়ে ধারণ করেন এবং দেশকে ভালবাসেন।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, আবৃতি, দেশত্ববোধক গান, নৃত্য পরিবেশনা করেন শিক্ষার্থী ও শিক্ষকগণ।
এ সময় মানিক লরেন্স রোজারিও একুশের চেতনায়, সলোমন আই. রোজারিও অমর একুশে, সুইটি সি. পিউরীফিকেশন আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা, শ্রীবাস কুমার প্রান্ত ২১ ফেব্রুয়ারির ভূমিকা বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের কালপুঞ্জি পরিবেশনা করেন।
এছাড়াও ভাষা আন্দোলনের উপর ২০ ফেব্রুয়ারি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার ফলাফল ও পুরস্কার প্রদান করা হয় শহীদ দিবসের এই দিনে।
অনুষ্ঠান শেষে স্কুলের প্রিন্সিপাল আনন্দ চৌধুরী সবাইকে ধন্যবাদ এবং শিক্ষার্থীদের জাতীয়তাবোধ হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।