ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খ্রিষ্টান সম্প্রদায়কে ধন্যবাদ দিয়েছেন ফরিদুর রহমান খান ইরান

খ্রিষ্টান সম্প্রদায়কে ধন্যবাদ দিয়েছেন ফরিদুর রহমান খান ইরান

0
1413

সুমন কোড়াইয়া || ঢাকা:

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে ধন্যবাদ দিয়েছেন ফরিদুর রহমান খান ইরান। ২২ ফেব্রুয়ারি রাজধানীর একটি রেষ্টুরেন্টে এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি এই ওয়ার্ডের অধীনে বসবাসকারী মনিপুড়িপাড়া ও রাজাবাজার এলাকার খ্রিষ্টানরা নবনির্বাচিত কাউন্সিলর ইরানকে সংবর্ধনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, রাজাবাজার খ্রিষ্টান কল্যাণ সমিতির সভাপতি মার্সিয়া মিলি গমেজ, মনিপুড়িপাড়া খ্রীষ্টান সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ইরান আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমাকে জয়ী করার জন্য খ্রিষ্টান ভোটাররা আমার জন্য মন থেকে কাজ করেছেন। এখন আমার দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো।’
ইরানকে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি নির্মল রোজারিও ফরিদুর রহমান খান ইরানকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি ইরানকে অভিনন্দন জানাই। তিনি খুব ভালো নেতা। আমি তাঁর সফলতা কামনা করি।’
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘ইরান একা কিছু করতে পারবেন না। পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার জন্য আমাদের নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করতে হবে।’
‘ঢাকা সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডে বেশ কিছু খ্রিষ্টান প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি প্রতিষ্ঠানগুলো পক্ষে ইরানকে শুভেচ্ছা-অভিনন্দন জানাই,’ বলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

আরো পড়ুন: মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সাথে খ্রিষ্টানদের মতবিনিময় সভা

কাথলিক বিশপদের সামাজিক সংস্থা কারিতাস বাংলাদেশের প্রাক্তন নির্বাহী পরিচালক ও কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও ইরানকে উদ্দেশে বলেন, ‘একা গড়ে না কেউ, গড়ে অনেকে মিলে। তেমনি ইরান একা কিছুই করতে পারবেন না। সুন্দর ঢাকা গড়তে ইরানকে সাহায্য করতে হবে।’
ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও ন্যাশনাল ওয়াইএমসিএ অব বাংলাদেশের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, আমার দৃঢ় বিশ্বাস, ইরান সুন্দর একটা ওয়ার্ড উপহার দিবেন। ইরানের সফলতা কামনা করি।
হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন অনুষ্ঠানে বলেন, ‘আমি আশা করি ইরান যে দায়িত্ব পেয়েছেন, তা তিনি সুন্দরভাবে পালন করবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি সাহায্য করবেন। আমি তাঁর সফলতা কামনা করি।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, রবার্ট সাইমন গোমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর রূপন পিউরীফিকেশন, শান্তি কোড়াইয়া, মার্কাস গমেজ, তপন টমাস রোজারিও, প্রশান্ত ফ্রান্সিস রোজারিও, বীর মুক্তিযোদ্ধা বিজয় ম্যানুয়েল ডি’প্যারিস, প্রবীন পিউরীফিকেশন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের ঢাকা প্রাক্তন ডিরেক্টর আগষ্টিন প্রতাপ গমেজ ।

[wp1s id=”11932″]