ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গারো ক্রেডিটের রজত জয়ন্তী পালন

গারো ক্রেডিটের রজত জয়ন্তী পালন

0
448

ডিসিনিউজ ॥ ঢাকা
গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (গারো ক্রেডিট) ২১ ফেব্রুয়ারি, নয়ানগরের ডি’ মাজেনড কাথলিক গির্জায় রজত জয়ন্তী উদযাপন করেছে।
সমিতির সভাপতি অর্পিত দাংগর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং। বিশেষ অতিথি ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা উত্তর সিটিকর্পোরেশন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন (বাবলু), সমিতির প্রাক্তন সভাপতি পৌল প্রেমশং ম্রং, প্রাক্তন সভাপতি নিপুন সাংমা, নয়ানগর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রেসিডেন্ট মার্টিন এস. পেরেরা।
সমিতির সভাপতি অর্পিত দাংগ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার শ্লোগান নিয়ে বর্তমান সমিতির বোর্ড কাজ করে যাচ্ছে। অতীতে যারা এই সমিতিতে সেবা দিয়েছেন, তাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাধ্যক্ষ রেমন্ড আরেং বলেন, শুধু আর্থিক উন্নয়ন নয়, গারো ক্রেডিট হলো মিলনস্থল। এই সমিতির কার্যক্রমকে বেগবান করতে ত্রি-বার্ষিক পরিকল্পনা হাতে নিয়ে কাজ করতে হবে।
নির্মল রোজারিও বলেন, মাঝে-মধ্যে আমাদের পেছনে তাকাতে হয়। জুবলি হলো পেছনে তাকানোর উপযুক্ত সময়। গারো ক্রেডিট হলো গারোদের উন্নয়নের সিঁড়ি। এই সিঁড়ির উপযুক্ত ব্যবহার করতে হবে। হতে হবে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ।
‘গারোদের মধ্যে সমবায় বিষয়ে এখনো ভালোভাবে সচেতনতা সৃষ্টি হয় নাই। যারা সমিতির ঋণখেলাপি, তারা মনে রাখবেন- যেকোনোভাবে ঋণ ফেরৎ দিতে হবে। আমরা আশা করি, গারো ক্রেডিট ভবিষ্যতে ভালো করবে’ বলেন প্রাক্তন সভাপতি পৌল প্রেমশং ম্রং।
জানা গেছে, গারো ক্রেডিট ইউনিয়ন স্থাপিত হয় গারোদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য। বর্তমানে এই সমিতিতে ৪ হাজার ৫ শত সদস্য রয়েছেন। তাদের অনেকে সমিতি থেকে ঋণ নিয়ে বাড়ি-ঘর, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন। অনেকে উচ্চশিক্ষার জন্য ঋণ নিয়েছেন।
পৌল প্রেমশং ম্রং ডিসিনিউজকে বলেন, ‘এক সময় গারোরা ঢাকায় আর্থিক সমস্যায় পড়তে শুরু করলে তারা নিজেদের মধ্যে একটি সমবায় সমিতি করার পরিকল্পনা করে। ২৫ বছর আগে গারো ক্রেডিট প্রতিষ্ঠা করা হয়। এই সমিতি থেকে গারোরা সহজে টাকা উত্তোলন করে ব্যবসায় বিনিয়োগসহ বিভিন্ন কাজে লাগাচ্ছেন। এই সমিতিটি গারোদের জন্য আশীর্বাদস্বরূপ।’
একই দিন সমিতিটির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছিলো লটারী ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর প্রত্যেশ রাংসা ও ক্রেডিট কমিটির সদস্য লরেন্স পিটার গমেজ।