শিরোনাম :
শপথ নিচ্ছেন আইভি
শপথ নিতে যাচ্ছেন নায়ানগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) এর নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ সেখানকার নির্বাচিত কাউন্সিলররা।
৫ জানুয়ারি, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিচ্ছেন তাঁরা। সকাল ১০টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহমুদুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করাবেন এবং কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
গত ২২ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে নির্বাচিত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকারসচিব সংশ্লিষ্ট ব্যক্তিদের এ-সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান।
এই নির্বাচনে একজন মেয়রের সঙ্গে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ভোটের দুই সপ্তাহের মাথায় শপথ নিতে যাচ্ছেন তাঁরা।
এসএন/আরপি/আরবি/ ৪ জানুয়ারি, ২০১৭