ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক করোনাভাইরাসে কারণে ভস্ম-বুধবারে ফিলিপাইনে কপালে ছাই না দিয়ে ছিটিয়ে দেওয়া হবে

করোনাভাইরাসে কারণে ভস্ম-বুধবারে ফিলিপাইনে কপালে ছাই না দিয়ে ছিটিয়ে দেওয়া হবে

0
418

ডেস্ক নিউজ:
শতাব্দীর ভয়াবহ করোনাভাইরাসের কারণে কাথলিক অধ্যুষিত দেশ ফিলিপাইনে ভস্ম-বুধবারে কপালে ছাই না দিয়ে ছিটিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন সেদেশের বিশপগণ।
ফিলিপাইনের কাথলিক বিশপ সম্মিলনী এই সংক্রান্ত একটি সুপারিশ ও নির্দেশনা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, যেহেতু দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, ভস্ম-বুধবারে কপালে ছাই দেওয়ার রীতি রয়েছে কিন্তু নিরাপত্তার জন্য কপালে ছাই না দিয়ে সেদিন ছাই ছিড়িয়ে দেওয়া হবে।
অন্যান্য বিশপেরাও এই নির্দেশনার পক্ষে মত দিয়েছেন। তাঁদেরই একজন কাবাও ধর্মপ্রদেশের বিশপ হনিস্টো রেডিও ভেরিতাসকে বলেন, ‘কপালে ছাই না দিয়ে ছিটিয়ে দিলে এতে আমি কোনো ক্ষতি দেখি না। বরং এটি সময়োপযোগী একটি পদক্ষেপ।’
প্রসঙ্গত, এই পর্যন্ত করোনাভাইরাসে চীনে ২ হাজার ৬০০ জন মারা গেছেন। ইতিমধ্যে পৃথিবীর ৩০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ মানুষ।