ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাউন্সিলর শামীম হাসান ও হামিদা আক্তার মিতাকে সংবর্ধনা জ্ঞাপন

কাউন্সিলর শামীম হাসান ও হামিদা আক্তার মিতাকে সংবর্ধনা জ্ঞাপন

0
742

ডিসিনিউজ, ঢাকা:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শামীম হাসান ও হামিদা আক্তার মিতাকে (সংরক্ষিত নারী আসন) সংবর্ধনা জ্ঞাপন করে এই এলাকায় বসবাসকারী খ্রিষ্টান নাগরিক সমাজ।
২৫ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধ জোনাস গমেজ ও তেজগাঁও গির্জার পাল-পুরোহিত রিপন রোজারিও।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘শামীম একজন সাদা মনের মানুষ। যেকোনো সময় ডাকলে তাঁকে পাওয়া যায়। আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের যেকোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।’
শামীম হাসান ও হামিদা আক্তার মিতা তাদের নির্বাচিত করায় খ্রিষ্টান নাগরিক সমাজের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ-কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শামীম হাসান বলেন, ‘আপনাদের ভালোবাসার জন্যই আমি বার বার নির্বাচিত হই। আজ ফুল দিয়ে আমাদের যে সম্মান দিয়েছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের যখনই কোনো প্রয়োজন হবে, আমাকে ডাকবেন, আমি আপনাদের সেবা দিবো।’
তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘আমি দুর্বল ছাত্র ছিলাম। গির্জার স্কুলে ভর্তি হওয়ার পর আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে থাকি। আমি খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ।’
‘আমি আশ্বাস দেই, এই এলাকার জনগণের প্রয়োজন অনুসারে আমরা কাজ করবো,’ বলেন হামিদা আক্তার মিতা।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা স্বগত বক্তব্যে বলেন, ‘ঢাকার তেজগাঁও এলাকায় খ্রিষ্টানদের সবচেয়ে বেশি বসবাস। তার মধ্যে ২৬ নং ওয়ার্ডে মিশনারীদেও কয়েকটি স্কুল ও গির্জা রয়েছে। আমি ঢাকা ক্রেডিটের ৪৩ হাজার সদস্যের পক্ষে শামীম হাসান ও হামিদা আক্তার মিতাকে অভিনন্দন জানাই।’ তিনি তাদের ঢাকাকে ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা (পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা) করে গড়ে তোলার জন্য অনুরোধ জানান।
ন্যাশনাল ওয়াইএমসিএ অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘আমি দেখেছি শামীম ভাই আন্তরিকতা নিয়ে কাজ করেন। আশা করি তিনি এটা অব্যাহত রাখবেন। আমরা শামীম হাসান ও হামিদা আক্তার মিতার সবার্ঙ্গীন মঙ্গল কামনা করি। তাঁদের অভিনন্দন জানাই।’
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ বলেন, ‘দোয়া করি কাউন্সিলরদ্বয় যেন এলাকার উন্নয়নে অবদান রাখতে পারেন।
তাদের দুইজনকে ঢাকা ক্রেডিট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, নোয়াখালী প্রবাসী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, হলি ক্রস কলেজের প্রাক্তন শিক্ষক জেরাল্ড রড্রিগসসহ এই এলাকার খ্রিষ্টান নেতৃবৃন্দ কাউন্সিলরদ্বয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রাক্তন শিক্ষক জেরাল্ড রড্রিগস বলেন, ঢাকার ২৬ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য শামীম হাসানের অবদান ভুলবার নয়। তাঁর অফিসে কেউ গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।
‘আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আমরা দাবী করি, এই এলাকায় নারী ও শিশুরা যেন নিরাপদে চলাচল করতে পারে,’ বলেন নারী নেত্রী সিসিলিয়া রোজারিও।
ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সলোমন আই রোজারিও শামীম হাসান ও হামিদা আক্তার মিতাকে অনুরোধ করে বলেন, এলাকায় যেসব ভাঙা রাস্তা রয়েছে, সেগুলো যেন মেরামত করা হয়।
‘আমরা আশা করি নবনিযুক্ত কাউন্সিলরদ্বয় আমাদের মডেল ওয়ার্ড উপহার দিবেন,’ বলেন তেজগাঁয়ের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ব্যবসায়ী প্রদীপ সাহা।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রার্থনা করেন ফাদার রিপন রোজারিও। তিনি নবনির্বাচিত ২৬ নং ওয়ার্ডে কাউন্সিলরদ্বয় যেন ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন তার জন্য প্রার্থনা করেন। তিনি একই সাথে প্রার্থনা করেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য, তারা যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করতে পারেন।
আরো বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন।
শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নসিওস হেমন্ত কোড়াইয়া।