ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভস্ম বুধবারে কপালে ছাই মেখে শুরু হলো চট্টগ্রামে তপস্যাকালীন যাত্রা

ভস্ম বুধবারে কপালে ছাই মেখে শুরু হলো চট্টগ্রামে তপস্যাকালীন যাত্রা

0
377

ম্যাগডেলিন ডি’সিলভা || চট্টগ্রাম

কাথলিক মন্ডলীর বিশ্বাস অনুযায়ী ভস্ম বুধবার হলো প্রায়শ্চিত্তকাল শুরুর দিন। পূণ্যপিতা পোপ মহোদয়ের ঘোষণা অনুযায়ী সারাবিশ্বে কাথলিক মন্ডলীতে এ বছর ২৬ ফেব্রুয়ারী ভস্ম বুধবার পালন করা হয়।

চট্টগ্রামের পাথরঘাটায় জপমালা রাণীর গীর্জায় এ উপলক্ষে বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। সকালে একটিটি  ও বিকেলে দুইটি (বাংলা ও ইংরেজি) খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। 

খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার সুব্রত বনিফাস, ফাদার লেনার্ড রিবেরু ও ফাদার পন্কজ পেরেরা উপদেশে ফাদার লেনার্ড রিবেরু বলেন, প্রার্থনা, দান ও উপবাস হলো তপস্যা বা প্রায়শ্চিত্তকালের মূলমন্ত্র। বছরের অন্য সময়ের চেয়ে এ বিশেষ সময়ে  আমরা 

প্রার্থনা, দান ও উপবাস বেশি করি। তবে মনে রাখতে হবে দান বা উপবাস যেন লোক দেখানো না হয়। শুধু না খেয়ে থাকাই উপবাস নয়, উপবাস বা ত্যাগ করতে  হবে আমাদের হিংসা, দ্বেষ, ঘৃণা, অহংকার এবং লোভকে। তিনি আরও বলেন, প্রভু যিশুখ্রিষ্টের গৌরবময় পুনরুত্থান পর্ব উদযাপন করার জন্য নিজেকে যোগ্য করে তোলা এবং প্রার্থনা, দান,, উপবাস ও ত্যাগের মাধ্যমে আত্মশুদ্ধি করাই তপস্যাকালের মূল উদ্দেশ্য। 

চট্টগ্রাম ডায়োসিসের আওতাধীন জামালখান, দিয়াং, পাহাড়তলি,  বান্দরবান, ধানছি, আলীকদম, লামা, বলিপাড়া, রাঙ্গামাটিতে ভস্ম বুধবারের বিশেষ  খ্রিষ্টযাগ উৎসর্গ করা  হয়।

এদিকে, খাগড়াছড়িতে প্রেরিতশিষ্য সাধু যোহনের গীর্জা ও প্রত্যন্ত অঞ্চলে ভস্ম বুধবারের বিশেষ  খ্রিষ্টযাগ উৎসর্গের মাধ্যমে তপস্যাকালের সূচনা করা  হয়।