ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ১৪ দলের সমাবেশ

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ১৪ দলের সমাবেশ

0
657

ডিসিনিউজ, ঢাকা
আজ ঐতিহাসিক মুজিববর্ষ-২০২০ উপলক্ষে ‘শেখ হাসিনার নির্দেশ নারী ও শিশু নির্যাতনে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে সমাবেশ আয়োজন করে ১৪ দল। এতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।
এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘শিশু ও নারী নির্যাতন যেন বন্ধ হয় তার জন্য আমরা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সমাবেশে যোগদান করেছি। আমরা আহ্বান জানাই, খ্রিষ্টান সম্প্রদায়সহ সকল সম্প্রদায়কে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলে যেন এগিয়ে আসে। নারী ও শিশুরা যেন প্রতিহিংসার শিকার না হয়।’


১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ১৪ দলের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনিকা গমেজ ও প্রত্যেশ রাংসা, ক্রেডিট কমিটির চেয়ারম্যান লরেন্স রোজারিও, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, নারী নেত্রী শান্তি কোড়াইয়া, এসোসিয়েশনের যুগ্ম সচিব-১ সুব্রত হাজরা, এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, কেন্দ্রিয় কমিটির সদস্য ভিক্টর রে প্রমুখ।
অনুষ্ঠানের বক্তারা দেশে যারা নারী ও শিশু নির্যাতনে জড়িত, তাদের কঠোর শাস্তির দাবী করেন।