ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাবলু রেনাতোষ কোড়াইয়াকে সংবর্ধনা জ্ঞাপন

বাবলু রেনাতোষ কোড়াইয়াকে সংবর্ধনা জ্ঞাপন

0
299

কামনা কস্তা || পাবনা

 দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব) বরেন্দ্র চলন ‘খ’ এর নব নির্বাচিত ডিরেক্টর বাবলু রেনাতোষ কোড়াইয়াকে সংর্বধনা দেওয়া হয়েছে। ফৈলজানা খ্রীষ্টান কোঃ অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে সম্প্রতি  ফৈলজানা ওয়াই এম সি’র কমিউনিটি সেন্টারে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সংর্বধনা অনুষ্ঠানে ফৈলজানা ক্রেডিট ইউনিয়নের সভাপতি গগন রোজারিও’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৈলজানা ধর্মপল্লীর পাল পুরোহিত এবং ফৈলজানা ক্রেডিট ইউনিয়নের উপদেষ্টা ফাদার এ্যাপোলো এল.রোজারিও সিএস সি, বিশেষ অতিথি কালব্ এর পাবনা জেলা ব্যবস্থাপন মোঃ কুরবান আলী, বনপাড়া ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও বরেন্দ্র চলন ‘খ’ এর নব নির্বাচিত ডিরেক্টর বাবলু রেনাতোষ কোড়াইয়া, ফৈলজানা ধর্মপল্লীর সহকারী পুরোহিত ফাদার বিকাশ কুজুর সিএসসি সহ আরো উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়নের পরিচালনা পর্ষদ, প্রাত্তন সভাপতিগণ,কর্মকর্তা কর্মচারী ও সদস্যবৃন্দ।

সভাপতি গগন রোজারিও’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংর্বধনা অনুষ্ঠান শুরু হয়। সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ফাদার এ্যাপোলো বলেন, “খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়নে নৈতিকতা বা মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে সৎ থাকতে হলে সংগ্রাম করতে হয়, চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। বাবলু কোড়াইয়া ও যেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে খ্রিষ্টীয় মূল্যবোধ নিয়ে।”

বাবলু কোড়াইয়া বলেন, “বরেন্দ্র চলন ‘খ’ এর ডিরেক্টর পদকে আমি ক্ষমতা মনে করি না, এটাকে আমি দায়িত্ব মনে করি। এই দায়িত্বভার যেন সুন্দরভাবে পালন করে যেতে পারি। আমি আপনাদের সন্তান, আপনাদের পরিজন। আপনারা আমাকে সম্মানিত করছেন। আপনাদের সাথে নিয়ে, আপনাদের পাশে থেকে ভবিষ্যতে ও কাজ করে যেতে চাই। আমি আমার যোগ্যতা ও দক্ষতা দিয়েই তা করে যাব।

 “বরেন্দ্র চলন ‘খ’ এর অধীনস্ত ৬ টি জেলার ৯১ টি সমবায় সমিতির প্রতিনিধিত্ব করবেন বাবলু রেনাতোষ কোড়াইয়া। বিগত ২০১৯ সালের ২৮ ডিসেম্বর ঢাকার সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত কালব্ নির্বাচনে বরেন্দ্র চলন ‘খ’ এর ডিরেক্টর পদে জয়লাভ করেন বাবলু রেনাতোষ কোড়াইয়া।