ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নয়জন গুণী নারী পেতে যাচ্ছেন আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা

নয়জন গুণী নারী পেতে যাচ্ছেন আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা

0
1465

ডিসিনিউজ || ঢাকা

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ৭ই মার্চ (শনিবার) বিকাল সাড়ে ৫টায় তেজগাঁও চার্চ কমিউিনিটি সেন্টারে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমবায় সমিতি ঢাকা ক্রেডিট নয়জন গুণী নারীকে সম্মাননা প্রদান করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী ও নাট্য ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তফা, এমপি।

ঢাকা ক্রেডিটের ডিরেক্টর ও নারী-বিষয়ক উপকমিটির আহ্বায়ক পাপিয়া রিবেরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রটেকশন ও প্রটোকল) রখফার সুলতানা খানম, পিপিএম, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, দি সেন্ট্রোল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো: ‘সবার জন্য সমতা’ ও ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

৭ই মার্চ (শনিবার) তেজগাঁও চার্চ কমিউিনিটি সেন্টারে নারী দিবসে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য যে নয়জন গুণী নারী সম্মানা পেতে যাচ্ছেন তারা হলেন: উন্নয়নকর্মী এঞ্জেলা গমেজ, মুক্তিযোদ্ধা ও নারীউন্নয়ন কর্মী ডা. নেলী সাহা, অধ্যাপক ড. মেবেল ডি’রোজারিও, সংগঠন ও সমাজ উন্নয়নকর্মী মার্সিয়া মিলি গমেজ, উন্নয়নকর্মী বার্থা গীতি বাড়ৈ, জনপ্রতিনিধি শর্মিলা রুথ রোজারিও, শিক্ষাবিদ সিস্টার মেরী খ্রীষ্টিনা এসএমআরএ, সমবায় নেত্রী মেরীলিন গমেজ ও ব্যবসায়ী সবিতা পালমা।