শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুদের শিক্ষা সফর
ডিসিনিউজ || ঢাকা
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুদের জন্য আজ ছিলো অন্যরকম একটি দিন। এই দিনে তারা ঘুরে বেড়িয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের আয়োজনে এই শিক্ষা সফরের উদ্দেশ্য ছিলো শিশুরা যেন ভ্রমণের মধ্য দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারে, অভিজ্ঞতা নিতে পারে এবং শিখতে পারে। শিক্ষা সফরে মোট ১৭ জন শিশু, ২৪ জন অভিভাবক ও এডুকেশন সেন্টারের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: সাক্ষাৎকার: ডিসি চাইল্ড কেয়ারে শিশু-উন্নয়ন সম্বন্ধে মা-বাবা যা বলেন
তারা স্মৃতিসৌধে যাওয়ার সময় গান গাইতে গাইতে আনন্দ করেন, পরে স্মৃতিসৌধে ঘুরে বেড়ান। শিশুরা এই স্মৃতিসৌধ সম্বন্ধে তাৎপর্য বুঝানো হয়।