ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা ক্রেডিটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ঢাকা ক্রেডিটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
1235

ডিসিনিউজ, ঢাকা

ঢাকা ক্রেডিট আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে তেজগাঁও চার্চ কমিউটিনি সেন্টারে। ৭ মার্চ অনুষ্ঠিত নারী দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের প্রতি সম্মান, সহযোগিতাই পারে নারীদের আরো এগিয়ে যেতে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো: ‘সবার জন্য সমতা’ ও ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

ঢাকা ক্রেডিটের ডিরেক্টর ও নারী-বিষয়ক উপকমিটির আহ্বায়ক পাপিয়া রিবেরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রটেকশন ও প্রটোকল) রখফার সুলতানা খানম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, দি সেন্ট্রোল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রটেকশন ও প্রটোকল) রখফার সুলতানা খানম, পিপিএম ঢাকা ক্রেডিটকে নারী দিবস উদযান করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নারী দিবসের শিক্ষা হলো নারী-পুরুষ উভয়কে যৌথভাবে কাজ করতে হবে। নারীদের সম্মান করতে স্বামীকে, ভাইকে ও ছেলেকে উৎসাহিত করতে হবে।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা উপস্থিত সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশে নারীরা উচ্চ শিক্ষিত হচ্ছে, তাদের ক্ষমতায়ন হচ্ছে। আমি চাই নারীরা আরো ক্ষমতায়িত হোক, সমাজ উন্নয়নে ভূমিকা রাখুক। তিনি বলেন, আমি আশা করি ভবিষ্যতে নারীরা ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট, সেক্রেটারি নির্বাচিত হবে এবং নেতৃত্ব দিবেন।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা ক্রেডিটের নারী সদস্যদের প্রশংসা করে বলেন যে তারা ঋণ নিয়ে খেলাপি হন না। তারা ঢাকা ক্রেডিটের বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়ে থাকেন। তিনি যে নয়জন নারী আজ সম্মাননা পেয়েছেন তাদের অভিনন্দন জানান।
ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, আজ যে নয়জন নারী সম্মানা গ্রহণ করেছেন, তারা তাদের কর্মের গুণে সম্মানিত হয়েছেন, তারা সম্মানিত করেছেন ঢাকা ক্রেডিটকে।

হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন নারী দিবসে যেসব নারী অধিকারের জন্য কাজ করেছেন তাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, আমি মনে করি খ্রিষ্টান সমাজের নারীদের অবস্থা ভালো হচ্ছে। সমবায় সমিতিগুলোতে নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।

পাপিয়া রিবেরু স্বাগত বক্তব্যে বলেন, ‘নারীদের অধিকার আদায়ের লক্ষে নারী দিবস পালন শুরু হয়। আমি সকল নারীদের নিকট আহ্বান জানাই, তারা যেন সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন।

আরো বক্তব্য রাখেন নির্মল রোজারিও, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টি. রোজারিও

উপাধ্যক্ষ রেমন্ড আরেং বলেন, পুরুষ নারীকে ছাড়া একা চলতে পারে না। তাই নারী-পুরুষ উভয়কে যৌথভাবে পথ চলাতে হবে। তাহলে সুন্দর একটি সমাজ-দেশ আমরা পাবো।

আজ নারী দিবস উদযাপনের সময় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নয়জন গুণী নারীকে সম্মানা জানানো হয়। তাঁরা হলেন: উন্নয়নকর্মী এঞ্জেলা গমেজ, মুক্তিযোদ্ধা ও নারীউন্নয়ন কর্মী ডা. নেলী সাহা, অধ্যাপক ড. মেবেল ডি’রোজারিও, সংগঠন ও সমাজ উন্নয়নকর্মী মার্সিয়া মিলি গমেজ, উন্নয়নকর্মী বার্থা গীতি বাড়ৈ, জনপ্রতিনিধি শর্মিলা রুথ রোজারিও, শিক্ষাবিদ সিস্টার মেরী খ্রীষ্টিনা এসএমআরএ, সমবায় নেত্রী মেরীলিন গমেজ ও ব্যবসায়ী সবিতা পালমা। তাদের নিকট অনুষ্ঠানের বিশেষ অতিথিগণ সম্মাননা স্মারক তুলে দেন। গুণী নারীগণ তাঁদেরকে সম্মান জানানোর জন্য ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ-কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন ও সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলসহ প্রায় ১৫০০ জন নারী-পুরুষ।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ বক্তব্য দেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস।

প্রসঙ্গত, আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। একদিন আগে দিবসটি ঢাকা ক্রেডিটের নারী সদস্যদের নিয়ে উদযাপন করা হলো দিবসটি।