ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রীদের বিদায় অনুষ্ঠান

সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রীদের বিদায় অনুষ্ঠান

0
1137

ডিসিনিউজ ॥ নবাবগঞ্জ

ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিদায় ও আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হয়।

১৪ মার্চ, কলেজের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও তেজগাঁও গির্জার পাল-পুরোহিত সুব্রত বনিফাস গমেজের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন নাগরীর সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ এল রোজারিও সিএসসি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেন্ট ইউফ্রেজী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিস্টার মার্গারেট গমেজ আরএনডিএম, সেন্ট ইউফ্রেজী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার মেবেল কস্তা ও হাসনাবাদ ধর্মপল্লীর পাল-পুরোহিত স্যানিসলাস গমেজ।

অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের ফুল দিয়ে বিদায় জানানো হয়। অতিথি ও শিক্ষকগণ তাঁদের আশীর্বাদ করেন এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে নাগরীর সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ এল রোজারিও ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘তোমরা মনে রাখবে, তোমরা মিশনারী স্কুলে পড়েছ। তোমরা এখান থেকে সততা, নিয়মানুর্বতীতা ও মূল্যবোধ শিখেছ- এগুলো তোমাদের জীবনে চলার পথে কাজে লাগাবে।’

তিনি ছাত্রীদের আগামী দিনগুলোর জন্য শুভ কামনা করেন।

সেন্ট ইউফ্রেজীস্ স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও তেজগাঁও গির্জার পাল-পুরোহিত সুব্রত বনিফাস গমেজ বিদায়ী ছাত্রীদের প্রতি পরামর্শ রাখেন, তারা যেন বিদ্যায়ল থেকে যে শিক্ষার আলো নিয়ে গেছেন তা ধরে রাখেন। তিনি বলেন, ‘তোমাদের নিকট হতে আমরা আলো পেয়েছি, তোমরা স্কুল আমাদের আলোকিতও করেছ। তোমরা বাল্যবিবাহ, কুসংস্কারসহ সামাজিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়বে- এটাই প্রত্যাশা করি।

হাসনাবাদ ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার স্যানিসলাস গমেজ ছাত্রীদের জীবনের লক্ষ্য স্থির রাখার পরামর্শ দেন। তিনি বলেন, ‘দ্বাদশ শ্রেণি হলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের উচ্চশিক্ষার জন্য বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। তোমরা এখনই জীবনের লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যাও।’

তিনি আরো বলেন, মিশনারী স্কুল পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষাও দিয়ে থাকে। সেগুলোও জীবনে চর্চা করবে।

আন্তরিকভাবে চেষ্টা করলে জীবনে সফলতা আসে বলে মন্তব্য করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। তিনি বলেন, ‘আমরা যদি স্বপ্ন দেখি, চেষ্টা করি, ঈশ^রের আশীর্বাদে সফলতা আসে।’ তিনি ছাত্রীদের উদ্দেশে বলেন, আজ তোমাদের বেশ কিছু নাচ, গান, আবৃত্তি দেখলাম। বেশ ভালো লাগলো। এভাবেই জীবনে এগিয়ে যেতে হবে। ভেতরে থাকা প্রতিভা প্রকাশ করতে হবে। সামনের দিনগুলো আরো কঠিন হবে। স্বপ্ন পূরণে প্রচুর পরিশ্রমী হতে হবে।’

কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিস্টার মার্গারেট গমেজ আরএনডিএম বিদায়ী ছাত্রীদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেন, শিক্ষা গ্রহণ করে তোমরা সেবক-সেবিকা হও, যাঁরা মানুষের সেবা করে, তাঁরা কখনো অসুখি হতে পারে না।

সেন্ট ইউফ্রেজী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা ছাত্রীদের প্রচুর বই পড়তে অনুপ্রাণীত করেন। তিনি বলেন, তোমাদের প্রচুর বই পড়তে হবে। বই পড়লে তোমাদের জীবনে সহজে সফলতা আসবে। এছাড়া তোমরা জীবনকে অন্যভাবে দেখবে। তোমরা স্কুলে যে মূল্যবোধ শিখেছ তা কাজে লাগাবে।

অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি সেলেষ্টিন রোজারিও, তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রাক্তন সেক্রেটারি শ্যামল কস্তা, উন্নয়নকর্মী মোশি মন্ডল প্রমুখ।

বিদায় ও আশীর্বাদ অনুষ্ঠানে অতিথিদের গার্ড অব অনার প্রদান করে স্কুলের স্কাউট সদস্যরা।

প্রসঙ্গত, সেন্ট ইউফ্রেজী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৩২ খ্রিষ্টাব্দে। বর্তমানে স্কুল-কলেজ শাখা মিলিয়ে ১২০০ ছাত্রী রয়েছে।