শিরোনাম :
এবার হয়নি, আগামীতে হবে
হতে হতেও হলনা! মেযেদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাটি অধরাই রয়ে গেল।
৪ জানুয়ারি, বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে আটকে যায় বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জনের স্বপ্নযাত্রা।
আমাদের মেয়েরা থমকে যাওয়ার পাত্র নয়। সব ভুলে তারা আবার উঠে দাঁড়াবে। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাবে। বিশ্বফুটবলকে উপহার দেবে নান্দনিক ফুটবল।
কিন্তু রানার্স আপ হয়েও মেয়েরা যে সম্মান বয়ে এনেছেন তাতে প্রাপ্তির কমতি দেখেন না এদেশের ফুটবলপ্রেমী অনেকেই। অনেকেই বলছেন, এইবার না হোক আগামীবার তো হবে। অবশ্যই হবে। এযে বদলে যাওয়া নতুন এক বাংলাদেশ।
তবে বিশ্বফুটবলে বাংলাদেশের বদলে যাওয়া ইতিহাস বেশি দিনের নয়। বছর দুয়েক হবে মাত্র। কিন্তু দেশে মেয়েদের ফুটবলে যে বিপ্লব শুরু হয়েছে তা দেশের ফুটবলকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে। রাঙাবে বিশ্বফুটবলকেও। এই হার না মানা মেয়েদের অভিনন্দন জানাই!
এসএন/আরবি/ ৫ জানুয়ারি, ২০১৭