ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রদ্ধা ও ভালোবাসায় চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন

0
326

ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী।  ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ উপলক্ষে ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করা  হয়েছে। সারাদেশে এ দিনটি রাষ্ট্রীয়ভাবে  যথাযোগ্য  মর্যাদায় পালন করা  হয়।

চট্টগ্রামেও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে উৎসবমূখর ছিল সারাদিন। 

চট্টগ্রামের জপমালার রাণীর ক্যাথিড্রাল গীর্জায় এ উপলক্ষে সকাল ৭টায় বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার লেনার্ড বিবেরু, ফাদার গর্ডেন ডায়েস ও পাল পুরোহিত সুব্রত বনিফাস।

উপদেশে ফাদার বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়ে গেছেন। তাঁর জন্ম শতবার্ষিকীতে জানাই শ্রদ্ধা ও ভালবাসা।

এছাড়া, চট্টগ্রাম সিটি মেয়র ও রাজনৈতিক নেতৃবৃন্দ,  সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠন কেক কাটা, আলোচনা সভা ও নানা আয়োজনে দিনটি উদযাপন করে।

এদিকে, চট্টগ্রাম মেরিন একাডেমি বিভিন্ন আয়োজনের পাশাপাশি রক্তদান কর্মসূচির আয়োজন করে। এতে প্রায় ৩০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।

তাছাড়া বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টায় আতশবাজির শব্দে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি  হয়। তবে, করোনা আতঙ্কের কারনে মুজিববর্ষ উদযাপনে কিছুটা ভাটা পড়ে।