শিরোনাম :
বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, গত ২২ মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দের ছুটি সংক্রান্ত নোটিশ কিছুটা পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ি আগামী ৪ এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্র (এটিএম সার্ভিস সহ) বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার সমিতির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রের কার্যক্রম যথারীতি চলবে। এখানে উল্লেখ্য যে, যে সকল সম্মানিত সদস্য মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দের কিস্তি দিতে পারেন নি তারা আগামী ৩০ এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত দুই মাসের (মার্চ ও এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দ) কিস্তি এক সাথে দিতে পারবেন। তবে মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দের কিস্তি না দেয়ার জন্য কোন জরিমানা নেওয়া হবে না।
আরো উল্লেখ থাকে যে, সম্মানিত সদস্যদের সুবিধার্থে আগামী ২৫ মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার, সকাল ১০:০০ মি: থেকে দুপুর ১:০০ মি: পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়সহ, সাধনপাড়া, মনিপুরীপাড়া, মিরপুর, নদ্দা, মহাখালি ও লক্ষ্মীবাজার সেবাকেন্দ্র শুধু মাত্র টাকা উত্তোলনের জন্য খোলা থাকবে।
উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।
আরো পড়ুন:
করোনাভাইরাস সংক্রান্ত ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের ভিডিও বার্তা
চট্টগ্রাম ও রাজশাহীতে ২৩ মার্চ থেকে গির্জায় খ্রিষ্টযাগ হবে না
দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের আহবান
ইতালিতে করোনাভাইরাসে কমপক্ষে ২৮ জন ফাদার মারা গেছেন