ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনাভাইরাস রোধে দেশের সরকারের নির্দেশনা মানার আহ্বান কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর

করোনাভাইরাস রোধে দেশের সরকারের নির্দেশনা মানার আহ্বান কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর

0
2241

সুমন কোড়াইয়া, ঢাকা:
ডিসিনিউজকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও বলেছেন, ‘শ্রদ্ধেয় প্রিয়জনেরা, করোনাভাইরাসের প্রদুর্ভাব এবং আক্রমণ আমরা সবাই উপলদ্ধি করেছি। আমরা একদিকে ঘরে বন্দি হয়ে আছি। সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হচ্ছি। আবার অন্যদিকে আত্মিক দিকে আমরা পারস্পরের কথা ভাবছি। বিশেষ করে, আজ আমি আপনাদের সবার কথা ভাবছি। এমন একটি কঠিন মুহূর্তে আমরা বাস করছি, সেখানে স্বাভাবিকভাবেই মানুষ হিসেবে প্রশ্ন আসে, কেন এই মহামারী? কেন এই বৈশ্বিক মহামারী?’
তিনি বলেন, ‘আমরা যদি বাইবেলের দিকে তাকাই, তাহলে দুইভাবে আমরা এর উত্তর খোঁজে পেতে পারি। একদিকে ্আামরা এ মহামারীকে দেখতে পারি ঈশ^রের শাস্তি স্বরূপ, অন্যদিকে এ মহামারীকে দেখতে পারি মানুষের কাল্যাণের জন্য আহ্বান স্বরূপ।’
বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সভাপতি কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও ভিডিওতে আরো বলেন, মানুষ আমরা কিন্তু শুধু মানুষ নই। আমরা খ্রিষ্ট বিশ^াসী। তাই বার বার এই অমানুষিক পরিস্থিতির মধ্য ঈশ্বরীয় সন্তান হওয়ার প্রচেষ্টা আমাদের আছে। একদিকে আমরা মানুষ, আছে আমাদের সমাজ, আছে রাষ্ট্র, আছে কর্তৃপক্ষ; তারা বিভিন্নভাবে আমাদেরকে পরিচালনা দিচ্ছেন। নির্দেশনা দিচ্ছেন। কীভাবে মেনে চললে এই কঠিন ব্যাধিটা দূর হবে, সাথে সাথে মঙ্গল প্রতিষ্ঠা হবে। কাজেই আমরা বিশ্বাসের সাথে এবং দেশ ও মন্ডলীর কর্তৃপক্ষের প্রতি খুবই আনুগত্য রেখে এই সব কিছু পালন করতে চেষ্টা করবো।’
প্রসঙ্গত, আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন ব্রিফেংয়ে জানান, দেশে এই পর্যন্ত মোট ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন পাঁচজন, সুস্থ হয়েছেন সাতজন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৭ জন।
সরকার করোনা রোধে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে নির্দেশ দিয়েছে। কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সরাকারের নির্দেশগুলো মেনে করোনারোধে সরকারকে সহযোগিতার আহ্বান করেন।

আরো পড়ুন:

করোনাভাইরাসের কারণে খ্রিষ্টভক্তদের অনলাইনে আধ্যাত্মিক সেবা

সরকারী নির্দেশ অমান্য করে খ্রিষ্টযাগ উৎসর্গ করায় ভারতে ফাদার গ্রেফতার

করোনাভাইরাস সংক্রান্ত ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের ভিডিও বার্তা

চট্টগ্রাম ও রাজশাহীতে ২৩ মার্চ থেকে গির্জায় খ্রিষ্টযাগ হবে না