ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মারা গেছেন লক্ষ্মীবাজারের দিপালী স্টলাসটিকা গমেজ

মারা গেছেন লক্ষ্মীবাজারের দিপালী স্টলাসটিকা গমেজ

0
1730

ডিসিনিউজ || ঢাকা

মারা গেছেন লক্ষ্মীবাজারের অধিবাসী প্রাক্তন শিক্ষিকা দিপালী স্টলাসটিকা গমেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর।
দিপালী ঢাকা ক্রেডিটের লক্ষ্মীবাজার সেবাকেন্দ্রের কর্মী রিচার্ড পিউরীফিকেশনের সহধর্মীনী। রিচার্ড ডিসিনিউজকে জানান, ২৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে অসুস্থাবস্থায় তাঁর স্ত্রী পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন বছর আগে দিপালীর কানে বড় ধরনের অপারেশন করা হয়েছিলো। এর পর থেকে প্রায়ই তিনি অসুস্থ থাকতেন।
দিপালীর জন্ম গাজীপুরের রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর রাঙ্গামাটিয়া গ্রামে। তিনি সুকুমার গমেজ ও রেজিনা গমেজের দ্বিতীয় সন্তান ছিলেন। বিবাহসূত্রে তাঁর বাড়ি নাটোরের বড়াইগ্রামের ঝড়াগোপালপুরে গ্রামে। তিনি দীর্ঘদিন লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার কিন্ডারগার্ডেন স্কুলে শিক্ষকতা করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্বামী, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজনকে। তাঁদের বড় মেয়ে ন্যাশনাল হাসাপাতালে নার্স হিসেবে কাজ করেন, ছোট মেয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
আজ ওয়ারী খ্রিষ্টান কবরস্থানে তাঁর মরদেহ কবরস্থ করা হয়। তাঁর মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রার্থনা করেন লক্ষ্মীবাজার ধর্মপল্লীর পাল-পুরোহিত জেমস শ্যামল গমেজ সিএসসি। ঢাকা ক্রেডিটের পক্ষে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের লক্ষ্মীবাজারস্থ কর্মী শ্যামল কোড়াইয়া।
দিপালী স্টলাসটিকা গমেজের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। তিনি ডিসিনিউকে বলেন, ‘ঢাকা ক্রেডিটের বোর্ড ও সমস্ত কর্মীদের পক্ষে দিপালী স্টলাসটিকা গমেজের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছি। ঈশ্বর যেন তাঁর পরিবারের সদস্যদের শোক বইবার ক্ষমতা দেন। এই প্রার্থনা করি।’
ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টসাস রোজারিও বলেন, ‘আমরা দিপালী স্টলাসটিকা গমেজের আত্মার চির শান্তি কামনা করি।’

আরো পড়ুন:

করোনাভাইরাস রোধে দেশের সরকারের নির্দেশনা মানার আহ্বান কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর

করোনাভাইরাসের কারণে খ্রিষ্টভক্তদের অনলাইনে আধ্যাত্মিক সেবা

সরকারী নির্দেশ অমান্য করে খ্রিষ্টযাগ উৎসর্গ করায় ভারতে ফাদার গ্রেফতার

করোনাভাইরাস সংক্রান্ত ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের ভিডিও বার্তা

চট্টগ্রাম ও রাজশাহীতে ২৩ মার্চ থেকে গির্জায় খ্রিষ্টযাগ হবে না