শিরোনাম :
করোনা: আফগানিস্তানের একমাত্র গির্জাটিও বন্ধ
ডেস্ক নিউজ:
আফগানিস্তানের কাবুলে ইতালিয়ান দূতাবাসে রয়েছে একটি গির্জিকা। এটি দেশটির একমাত্র কাথলিক গির্জা। কেভিন-১৯ বা করোনাভাইরাসের জন্য সেটিও এখন বন্ধ। গত ২৩ মার্চ সেখানে সর্বশেষ পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।
আফগানিস্তানে ইতালি বা স্পেনের মতো করোনা এতটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েনি। তবে অতিরিক্ত সতর্কতাস্বরূপ সেখানেও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষ ঘরে নিরাপদে অবস্থান করছেন।
গির্জিকার দায়িত্বে থাকা পুরোহিত ফাদার গিভানি জানান, শুধু একজন পুরোহিত সেখানে গির্জা উপাসনা পরিচালনা করছেন। দেশটিতে ২৭ মার্চ পর্যন্ত ৮০ জন কেভিন-১৯ এ সংক্রমণ রোগী সনাক্ত করা গেছে।
দেশটিতে রয়েছে ৫০০ জনের বেশি খ্রিষ্ট বিশ্বাসী রয়েছে।
আরো পড়ুন:
করোনা: আসামের সিস্টাররা তৈরি করছেন ৫০ হাজার মাস্ক
মারা গেছেন লক্ষ্মীবাজারের দিপালী স্টলাসটিকা গমেজ
করোনাভাইরাস রোধে দেশের সরকারের নির্দেশনা মানার আহ্বান কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর
করোনাভাইরাসের কারণে খ্রিষ্টভক্তদের অনলাইনে আধ্যাত্মিক সেবা
সরকারী নির্দেশ অমান্য করে খ্রিষ্টযাগ উৎসর্গ করায় ভারতে ফাদার গ্রেফতার
করোনাভাইরাস সংক্রান্ত ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের ভিডিও বার্তা