ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকালীন সদস্য ক্লেমেন্ট রোজারিও’র মহাপ্রয়ান

ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকালীন সদস্য ক্লেমেন্ট রোজারিও’র মহাপ্রয়ান

0
868

ডিসিনিউজ \ ঢাকা

মারা গেছেন ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকালীন সদস্য ক্লেমেন্ট রোজারিও। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

৪ এপ্রিল, ভোর সাড়ে ৩টায় পূর্ব নয়াটোলার নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে জ্যাক রোজারিও মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জ্যাক রোজারিও জানান, ক্লেমেন্ট রোজারিও দীর্ঘদিন ধরে ব্লাড পেসারে ভুগছিলেন। ১ এপ্রিল অতিরিক্ত ব্লাড পেসারের কারণে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু নভেল করোনার সংকটকালীন সময়ে কোনো হাসপাতাল তাকে ভর্তি নেয়নি। প্রথমে ঢাকার স্কয়ার হাসপাতাল, পরবর্তীতে সিরাজুল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কোনো হাসপাতাল তাকে ভর্তি নেয়নি। পরিবার তাকে বাসায় রেখেই ডাক্তারের পরামর্শনুসারে চিকিৎসা দিয়ে আসছিল। অবশেষে ৪ এপ্রিল তিনি মারা যান।

ফাদার বিমলের অন্ত্যেষ্টিক্রিয়া প্রার্থনার মাধ্যমে বেলা ১২টায় ক্লেমেন্ট রোজারিওকে ওয়ারী কবরাস্থানে সমাধিস্থ করা হয়।

উল্লেখ্য, ক্লেমেন্ট রোজারিও ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকালীন সদস্য। তার সদস্য নম্বর ২৮৩।

তার মৃত্যুতে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।