ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড বিশেষ বিজ্ঞপ্তি

বিশেষ বিজ্ঞপ্তি

0
508

এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ইস্টার সানডেসহ দেশের বর্তমান প্রেক্ষাপটে সদস্যগণ যেন জরুরী প্রয়োজনে শুধুমাত্র টাকা উত্তোলন করতে পারেন সেজন্য আগামীকাল ৭ এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দ মঙ্গলবার সকাল ১০:০০ মি: থেকে দুপুর ১২:০০ মি: পর্যন্ত মনিপুরীপাড়া সেবাকেন্দ্র ব্যতিত অন্যান্য সকল সেবাকেন্দ্র খোলা থাকবে। উল্লেখ্য আগামী  ৮-১৪ এপ্রিল , ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্র বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার, সমিতির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রের কার্যক্রম যথারীতি চলবে। তবে ইচ্ছা করলে সম্মানিত সদস্যগণ নিম্নলিখিত নির্দেশনা ও নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা জমা করতে পারবেন।

  • ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ cccu.ltd@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে।
  • উক্ত ই-মেইলে কোন্ হিসাবে ও খাতে কত জমা দিবেন তা উল্লেখ করতে হবে।
  • ব্যাংক জমার মূল রশিদ ১৫ দিনের মধ্যে প্রধান কার্যালয় বা নিকটস্থ সেবাকেন্দ্রে জমা করতে হবে।
  • ব্যাংক জমার যে কোন সহযোগিতার জন্য ০১৭০৯৮১৫৪১৮ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।

   নিম্নলিখিত ব্যাংকে বাংলাদেশের যেকোন শাখায় জমা প্রদান করতে পারবেন।

যে ব্যাংক একাউন্টে টাকা জমা দেয়া যাবে:

হিসাব নাম           দি খ্রীষ্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ.,ঢাকা

ব্যাংকের নাম      ওয়ান ব্যাংক লি:, কাওরান বাজার শাখা

হিসাব নম্বর: ০১২৫০৮০৪৩০০০২

রাউটিং নং-১৬৫২৬২৫৩৮

                অথবা

ব্যাংকের নাম  ব্রাক ব্যাংক লি:, কাওরান বাজার শাখা

হিসাব নং-১৫৪০১০৩০৪২৩০৪০০১

রাউটিং নং-০৬০২৬২৫৪১

                অথবা

ব্যাংক এশিয়া লি:,স্কশিয়া শাখা

হিসাব নং-০০৭৩৬০০০৮৫৮

রাউটিং নং-০৭০২৭৬১৩০

বিস্তারিত জানতে ই-মেইল করুন। ই-মেইল ঠিকানা: cccu.ltd@gmail.com

উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।

সমবায়ী শুভেচ্ছান্তে,

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া

সেক্রেটারি

দি সিসিসিইউ লিঃ, ঢাকা।