ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ যাজক দিবসে যাজকদের জন্য প্রার্থনার আহ্বান কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর

যাজক দিবসে যাজকদের জন্য প্রার্থনার আহ্বান কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর

0
857

আজ প্রভুর শেষ ভোজের স্মরণে বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করেছেন পরম শ্রদ্ধেয় ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। খ্রিষ্টমন্ডলীতে আজকের দিনে পালন করা হচ্ছে যাজক দিবস। কার্ডিনাল মহোদয় উপদেশে বলেন, “স্নেহাস্পদ ভাইবোনেরা, তোমাদের যাজকদের জন্য প্রার্থনা করতে ভুলো না। প্রভুকে অনুনয় কর তিনি যেন তাঁদের পরমস্নেহে আশীর্বাদ করেন এবং মাহযাজক খ্রিস্টেতে বিশ্বস্ত সেবকরূপে কাজ করতে সাহায্য করেন, যাতে তাঁরা পরিত্রাণের উৎস যিশু খ্রিস্টের কাছে তোমাদের পরিচালনা করতে পারেন।”

যিশুর জীবনের শেষে, শেষবারের মতো. তাঁর আপনজন, দ্বাদশ প্রেরিতদূতশিষ্যদের সাথে, শেষভোজ বা নিস্তারভোজ অনুষ্ঠান করলেন এবং তিনি নির্দেশ দিলেন: “তোমরা আমার স্মরণার্থে এই অনুষ্ঠান কর”।

আরো পড়ুন: করোনাভাইরাস রোধে দেশের সরকারের নির্দেশনা মানার আহ্বান কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর

প্রাক্তন সন্ধির নিয়ম অনুসারে যিশু নিজেও নিস্তারভোজ অনুষ্ঠানে মিলিত হয়েছেন বহুবার। এবারেও তা করতে গিয়ে নবসন্ধির মহাযাজক হিসেবে তিনি নিস্তারভোজ অনুষ্ঠান করলেন, তবে কোন মেষশাবককে বলি দিয়ে নয়; বরং তিনি নবসন্ধির মেষশাবকরূপে নিজেকে যজ্ঞবলি রূপে উৎসর্গ করে বললেনঃ “এ আমার দেহ” এবং “এ আমার রক্ত” যা তোমাদের জন্য সমর্পিত হবে ক্রুশের ওপরে।

আজকের দিনে আমরা স্মরণ করি, যিশু পবিত্র আত্মায় অভিষিক্ত যাজক, তিনি মহাযাজক। একই সময়ে যিশু যাজক, তিনি নিজেই যজ্ঞবেদী, আর তাঁর আপন জীবন যজ্ঞবলি। সেই একই যাজকত্ব তিনি দিয়ে গেলেন তার শিষ্যদের এই বলে: “আমার স্মরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো।”

যাঁরা মহাযাজক যিশুতে দীক্ষাস্নাত হয়েছে তারা সকলেই যিশুর সেই একই যাজকত্বের অংশীদার। তাই মণ্ডলীর সন্ন্যাসব্রতী ও ভক্তজনগণ সবাই পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়ে যিশুর যাজকত্ব লাভ করেছে। দীক্ষাস্নানের যাজকত্বের ফলে মণ্ডলীর সকলে প্রার্থনা করতে পারে, প্রাত্যহিক জীবনের সবকিছু উৎসর্গ করতে পারে, নিজেকে পবিত্র করতে পারে, খ্রিস্টযাগে অংশগ্রহণ করতে পারে। এই সার্বজনীন যাজকত্ম যীশু প্রতিষ্ঠা করেছেন বলে, এই দিনটিকে আমরা যাজকত্বের প্রতিষ্ঠা দিবস হিসেবে গণ্য করি। বারংবার খ্রিস্টবিশ্বাসীগণ এই যাজকত্বের অনুশীলন করে যাচ্ছে এবং পবিত্রতার দিকে অগ্রসর হচ্ছে। তাই আপনাদের সবাইকে দীক্ষস্নানের যাজকত্বের জন্য অভিনন্দন জানাই।

প্রতিটি খ্রিস্টীয় পরিবারকে বলতে চাই যে, আপনারা যাজকীয় পরিবার, যাজক-সমাজ মণ্ডলীর আদি ও মূল; আপনারা গৃহ-মণ্ডলী, খ্রিস্টযাজ্ঞিক জীবন আপনাদের। করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় আপনারা আপনাদের প্রার্থনা, ক্ষমাদান ও ক্ষমাযাচনা, নিজেদের ও অন্যের প্রাত্যহিক জীবনের সব যাতনা কষ্ট, মৃত্যু যিশুর উৎসর্গের সাথে মিলিয়ে উৎসর্গ করে যাচ্ছেন যাজকীয় পরিবার ও মণ্ডলী হয়ে। এভাবে আপন আপন পরিবারকে যাজকীয় করে পবিত্র করে যাচ্ছেন। এর জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই।

তবে জনগণের যাজকত্বের সেবা করার জন্য দ্বাদশ প্রেরিতদূতদের উত্তরাধিকারী রূপে যিশু ধর্মপাল ও তাদের সহকারী যাজকদের, সেবাকারী যাজক রূপে বেছে নিলেন এবং তাদেরকে বিশেষ দায়িত্বে নিয়োজিত করলেন। তাই আজ সকল সেবাকারী যাজক পুরোহিতদেরও পর্ব আমরা পালন করি। পবিত্র আত্মায় অভিষিক্ত হয়ে সেবা করার জন্য তারা যাজকত্ব লাভ করেছেন। শেষভোজে দেওয়া যীশুর নতুন আদেশ, অর্থাৎ ভালবাসার আদেশ ও পা ধোয়ানের আদেশ যিশু দিয়েছেন যেন সেবাকারী যাজকগণও যিশুর মতো সবাইকে ভালবেসে সেবা করেন। যিশুর নির্দেশ সেবাকারী যাজকদেরও প্রতি: “আমার স্মরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো।”

“স্নেহাস্পদ ভাইবোনেরা, তোমাদের যাজকদের জন্য প্রার্থনা করতে ভুলো না। প্রভুকে অনুনয় কর তিনি যেন তাঁদের পরমস্নেহে আশীর্বাদ করেন এবং মাহযাজক খ্রিস্টেতে বিশ্বস্ত সেবকরূপে কাজ করতে সাহায্য করেন, যাতে তাঁরা পরিত্রাণের উৎস যিশু খ্রিস্টের কাছে তোমাদের পরিচালনা করতে পারেন।”

“ধর্মপালদের জন্যও তোমরা প্রার্থনা কর, যেন আমাদের অযোগ্যতা সত্বেও খ্রিস্ট-প্রদত্ত প্রৈরিতিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। প্রার্থনা কর যেন আমরা আমাদের মহাযাজক ও উত্তম মেষপালক, আমাদের শিক্ষক ও সেবক খ্রিস্টের মত হতে পারি, আর এই ভাবে আমরা যেন তোমাদের মধ্যে খ্রিস্টের প্রেমময় উপস্থিতির প্রকৃত নিদর্শন হতে পারি।”
যাজক দিবসে আজকে আমরা যারা যাজক তারা কতো শুভেচ্ছা পেয়েছি যাজক-ভাইদের কাছ থেকে, শুভেচ্ছা পেয়েছি মণ্ডলীর সন্ন্যাসব্রতীদের কাছ থেকে। আরও শুভেচ্ছা পেয়েছে বিভিন্ন পরিবারের ভক্তজনদের কাছ থেকে। এর মানে হচ্ছে আমরা যারা যাজক, আমরা এসেছি পরিবার থেকে। পরিবারের দান আমরা; যাজকীয় পরিবারের প্রকাশ। ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের প্রার্থনা, ত্যাগস্বীকার, ভালবাসা ও যত্ন, সমর্থন ও সহযোগিতার কারণে, আমরা যা আছি, তা হতে পেরেছি। ঈশ্বরের নিকট ও আপনাদের নিকট আমরা আজ আমাদের কৃতজ্ঞতা জানাই।

“আমার স্মরণার্থে এই অনুষ্ঠান করো” — যীশুর এই নির্দেশ আমাদের সবার প্রতি; আমরা সবাই যিশুতে রাজকীয় যাজক-সমাজ ও পবিত্র জাতি, ঈশ্বরের আপন জাতি হয়ে উঠেছি এবং এ আত্মিক সত্তায় আরও পরিপক্ক ও বৃদ্ধিলাভের উদ্দেশ্যে অবিরাম পথ চলছি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন ॥

(পুণ্য বৃহস্পতিবার কার্ডিনাল প্যাটিক ডি’রোজারিওর উপদেশ বাণী)