ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট প্রয়াত হলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা সিরিল ডি’রোজারিও!

প্রয়াত হলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা সিরিল ডি’রোজারিও!

0
2887

ডিসিনিউজ ।। নিউজ ডেক্স

ঢাকা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা ও সমাজসেবক সিরিল ডি’রোজারিও মারা গেছেন।

১০ এপ্রিল, আমেরিকার সময় দুপুর ৩টায় ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে আমেরিকার জ্যামাইকাতে তার মেয়ে চিত্রা রোজারিও’র বাসায় তিনি প্রাণত্যাগ করেন। তার ছোট ছেলে লক্ষ্মীবাজার নিবাসী লিও রোজারিও এই খবর নিশ্চিত করেছেন।

সিরিল ডি’রোজারিও প্রায় ২০ বছর ধরে আমেরিকায় বসবাস করে আসছিলেন। তিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে উচ্চ আদালতে সহকারী রেজিস্টার হিসেবে কাজ করেছিলেন। এর পাশাপাশি সমাজ সেবায় ব্রতী হন। দীর্ঘদিন ঢাকা ক্রেডিটের লোন কমিটির চেয়ারম্যান হিসেবে সেবা দিয়েছেন। এ ছাড়াও তিনি ভাওয়াল শিক্ষা সংঘের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, ঢাকা মারিয়া সেনা সংঘের প্রেসিডেনসিয়াল কমিটির প্রেসিডেন্টসহ নানা সংগঠনের সাথে জড়িত থেকে সেবা দিয়ে গেছেন।

নাগরী মিশনের ধনুন গ্রামে ১৯২৪ সালে ৩ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত কারণে ঢাকায় বসবাস করতেন। এরপর আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মারিয়া ডি’রোজারিও, চার ছেলে ও এক মেয়ে রেখে যান।

প্রয়াত সিরিল ডি’রোজারিও’র মৃত্যুতে ঢাকা ক্রেডিট পরিবার ও ৪২ হাজার সদস্যর পক্ষ থেকে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে প্রয়াতের আত্মার ও রেখে যাওয়া পরিজনদের কল্যাণ প্রার্থনা করেছেন।

ডিসিনিউজ/আরবি/আরপি/১১.০৪.২০২০