শিরোনাম :
রেডিও ভেরিতাসের সাবেক প্রযোজক ও সাপ্তাহিক প্রতিবেশীর সাংবাদিক সাইফুদ্দিন সবুজ আর নেই!
ডিসিনিউজ ।। ঢাকা
মারা গেছেন রেডিও ভেরিতাসের (বাংলা বিভাগ) সাবেক প্রযোজক ও সাপ্তাহিক প্রতিবেশীর সাংবাদিক সাইফুদ্দিন সবুজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
আজ রাত সাড়ে ৯টায় (১৩ এপ্রিল) তিনি ইসলামিক ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুগার ফল্ড করার কারণে তাঁকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। এর এক সপ্তাহ পর তাঁর সুগার অতিমাত্রায় ফল্ড করার কারণে আজ প্রাণত্যাগ করেন।
সাইফুদ্দিন সবুজ একজন প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রেডিও ভেরিতাস ও সাপ্তাহিক প্রতিবেশিতে সেবা দিয়েছেন। তিনি প্রকৃতি পাবলিকেশন ও মিডিয়ার প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। সর্বশেষ তিনি জাতি সংঘের ফাও প্রোগ্রামের কমিউনিটি রেডিও’র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি রূপান্তর কমিউনিটি রেডিও’র পার্টনার হিসেবে দক্ষতার সাথে সেবা দিয়েছেন।
তিনি বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনের সাথে জড়িত ছিলেন। নির্মাণ করেছেন অসংখ্য প্রামাণ্যচিত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
মুসলমান হয়েও তিনি খ্রিষ্টান কমিউনিটির কাছে ছিলেন একজন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব। তার অসংখ্য প্রকাশনা ও কাজ সব সময় সমাজের উপকারে অনুসৃত হয়ে যাবে।
ঢাকা ক্রেডিট পরিবার ও সকল সদস্যদের পক্ষ থেকে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা এবং সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে তাঁর আত্মার ও পরিবারের মঙ্গল কামনা করেছেন।