শিরোনাম :
করোনার প্রভাবে ঘরবন্দি দরিদ্র মানুষের পাশে খুলনার খ্রিষ্টান যুবারা
সুমন কোড়াইয়া:
বৈশ্বিক সমস্যা কোভিড-১৯ বা করোনাভাইরাস দেশের গ্রাম, শহর সব জায়গায় প্রভাব বিস্তার করেছে। সরকারের মানুষকে ঘরে থাকার আহ্বানে দিন মজুর শ্রেণির মানুষেরা কাজে যেতে পারছেন না। ফলে তাঁদের দিন পার করা কষ্টের হয়ে উঠছে।
অভুক্তদের এই সমস্যা দূর করতে সময়ের সাহসী যোদ্ধার মতোন সামনে এগিয়ে এসেছেন খুলনার সেন্ট যোসেফস বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস মুভমেন্ট (বিসিএসএম) ইউনিট শাখার প্রাক্তন ও বর্তমান সদস্যরা।
খুলনার সেন্ট যোসেফস বিসিএসএম ইউনিট শাখার প্রাক্তন সভাপতি ও উন্নয়ন কর্মী হিউবার্ট সনি রত্ন ডিসিনিউজকে বলেন, ‘করোভাইরাসের প্রাদুর্ভাবের ফলে নিম্ন আয়ের মানুষ ঘরে অবরুদ্ধ থাকায় আমরা দেখেছি তাঁরা কী কষ্টেই না দিন পার করছে। তাঁরা কাজে যেতে না পারলে খাবার খেতে পারেন না। তাই আমরা খুলনার সেন্ট যোসেফস বিসিএসএম ইউনিট শাখার প্রক্তন ও বর্তমান সদস্যরা তাঁদের সহযোগিতা করার লক্ষে কাজ করছি। এই পর্যন্ত খ্রিষ্টান ও অন্য ধর্মের ১৮২টি পরিবারকে খাবার দিতে পেরেছি। খাবারের চাহিদা রয়েছে ২৫০টি পরিবারের।”
তিনি জানান, খুলনার রূপসা এলাকা ও সদরের কর্মহীন দরিদ্রদের প্রথমে তাঁরা নিজেদের পকেটের টাকা দিয়ে সহযোগিতা করা শুরু করেন। পরে তাদের ভালো কাজে উৎসাহিত হয়ে তাদের সাথে যোগ দেয় স্থানীয় কাথলিক মন্ডলী, কারিতাস, বিদেশে অবস্থানরত বিসিএসএম এর প্রাক্তন সদস্যসহ দেশ বিদেশের হৃদয়বান মানুষেরা। একটি প্যাকেটে তার দিচ্ছেন চাল, আলু, সোয়াবিন তেল, লবণ ও সাবান।
হিউবার্ট সনি রত্ন বলেন, আমরা স্বেচ্ছাশ্রম দিচ্ছি। তবে আমরা সামাজিক নিরাপত্তার কথা ভেবে, যাঁদের আমরা সাহায্য দিচ্ছি তাদের কাউকে আমাদের নিকট আসতে বলি না। তালিকা অনুসারে আমরা তাদের নিকট সাহায্য পৌঁছে দেই।
এখনো খাবারের চাহিদা রয়েছে, তাই তিনি নিচে উল্লেখ করা মোবাইল নম্বর দিয়ে অনুরোধ করেছেন, কেউ চাইলে সামর্থ অনুসারে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের উদ্যোগের পাশে দাঁড়াতে। যোগাযোগ: ০১৩০৩৩৭০৫১৭