ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফটোস্টোরিতে ঢাকা শহর

ফটোস্টোরিতে ঢাকা শহর

0
1029

কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের মতো পুরো বাংলাদেশও লকডাউন। চিরচেনা ব্যস্ত ঢাকার শহর এখন শুনশান নীরবতা। চির চানঞ্চল্য হারিয়ে ঢাকার শহর এক নীরব নগরীতে পরিণত হয়েছে। করোনার এই সংকটময় মুহূর্তে ডিসিনিউজের রবীন ভাবুকের ক্যামেরায় ঢাকা শহরের কিছু আলোকচিত্র:

ধনী থেকে গরীব, সকলেই লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছে টিসিবি’র বিক্রিত পণ্য।
করোনার কারণে পুরো বাংলাদেশ লক ডাইন, সারিবদ্ধভাবে পড়ে রয়েছে ব্যস্ত কর্গোগুলো।
লকডাউন ঢাকা শহর, ফাঁকা রয়েছে ব্যস্ত রাস্তা।
ঢাকা ওয়াসা সড়কের বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছে।
দেশের সর্বোবৃহত ক্রেডিট ইউনিয়ন ‘ঢাকা ক্রেডিটে’র কর্মকর্তারা রাজপথে নেমে করোনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তৎপর।
মহল্লাগুলোতেও জীবানুনাশক ব্যবহারের ওপর সাধারণের সচেতনতা।
ঢাকা শহরে লক ডাউনে কড়াকড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
নোভেল করোনার সংকটকালে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় চলছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে নিয়মিত জীবানুনাশক দিয়ে সড়ক পরিষ্কার ক রা হচ্ছে